নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন ও নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে গণমিছিল করেছে ভোলা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
কালীনাথ বাজার হাটখোলা জামে মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার চত্বরে এসে সমাবেশ করে।
এ সময় বক্তারা নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন ও নির্বাচনের তপশিল বাতিলের দাবি জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন, মাওলানা আতাউর রহমান মুনতাজি, এম ওবায়েদ বিন মোস্তফা, মাও. মিজানুর রহমান, সেক্রেটারি তরিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক মাও. ইউসুফ আদনান, মাও. হেলাল উদ্দিন, মাও. সোহাইব আহাম্মেদসহ অন্যান্য ওলামায়ে কেরামগণ। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মন্তব্য করুন