ফেনী-১ আসনে নৌকার প্রার্থী আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম বলেছেন, জাল ভোটে নির্বাচিত হয়ে এমপি হওয়ার কোনো প্রয়োজন আমার নেই এবং ইচ্ছাও নেই। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে নিজ হাতে আইনের কাছে সোপর্দ করবেন। বর্তমান সরকার টানা তিন মেয়াদে ক্ষমতায় থেকে যে উন্নয়নমূলক কাজ করেছে তাতে শতভাগ নিশ্চিত জনগণের ভোটেই আবার বর্তমান সরকার নির্বাচিত হবে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ফেনীর ছাগলনাইয়া উপজেলার পৌরসভার ২নং মির্জার বাজার ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় আলাউদ্দিন চৌধুরী নাসিমের সঙ্গে নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তার, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মিজান, ছাগলনাইয়া উপজেলা পৌর মেয়র এম মোস্তফা প্রমুখ।
মন্তব্য করুন