নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেয়েছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম উজ্জ্বল।
নুরুল ইসলাম উজ্জ্বলের করা রিট আবেদনের শুনানি নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারপতি এম ইনায়েতুল রহিমের বেঞ্চ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন ও হাইকোর্টের রায় বাতিল করে তার পক্ষে রায় দেন। এতে স্বতন্ত্র প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন করার সুযোগ পেলেন তিনি।
এর আগে যাচাইবাছাইয়ে মোট ভোটারের ১ শতাংশ ভোটের সিরিয়াল গড়মিল দেখিয়ে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা। এরপর প্রার্থিতা ফিরে পেতে বাংলাদেশ নির্বাচন কমিশনে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন নুরুল ইসলাম উজ্জ্বল। এই আপিল শুনানির পরে আপিলটি নামন্ঞ্জুর করে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রাখে নির্বাচন কমিশন।
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক আপিলটি নামঞ্জুর হওয়ার পর নুরুল ইসলাম উজ্জ্বল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। রিট পিটিশনটি শুনানি শেষে আবারো নামঞ্জুর করা হলে নুরুল ইসলাম উজ্জ্বল তার প্রার্থিতা ফিরে পাবার প্রত্যাশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে রিট পিটিশন দায়ের করলে আজ শুনানি শেষে পিটিশনটি মঞ্জুর হয়।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এই রিভিশন মঞ্জুর হওয়ার কারণে নুরুল ইসলাম উজ্জ্বল তার প্রার্থিতা ফিরে পেলেন। এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা থাকল না।
এদিকে নুরুল ইসলাম উজ্জ্বল প্রার্থিতা ফিরে পাওয়ায় ভোটারদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে।
এ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম উজ্জ্বল বলেন, সত্যের জয় সব সময় হয়। আল্লাহর রহমতে আমার প্রার্থিতা ফিরে পেয়েছি। আশা করি রায়গঞ্জ- তাড়াশের জণগণ তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নিতে পারবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ।
মন্তব্য করুন