বিএনপির ডাকে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে নওগাঁর মহাদেবপুরে উপজেলা কৃষক দলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনে বুধবার (২৭ ডিসেম্বর) বাদ মাগরিব জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলের নেতৃত্বে মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কালুশহর বাজারে জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে ফজলে হুদা বাবুল বলেন, রাজনৈতিক দমন-পীড়নের মধ্য দিয়ে বিএনপিসহ বিরোধী দলগুলোকে বাইরে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ফের আরেকটি একতরফা প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। কিন্তু এবার দেশে কোনো প্রহসনের নির্বাচন হবে না। জনগণ এ ধরনের কোনো নির্বাচন হতে দেবে না।
স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি জনগণ ভোটকেন্দ্রে যাবে না। তারা একতরফা ভোট বর্জন করবে।
এ সময় বদলগাছী উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউন্নবী স্যান্ডুসহ (জি এস স্যান্ডু) এনায়েতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠন এবং মহাদেবপুর উপজেলা বিএনপি, কৃষক দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন