রাজশাহী দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ীর কিশোরপুরে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) আব্দুল ওয়াদুদ দারার অস্থায়ী নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
বুধবার (২৭ ডিসেম্বর) রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্গাপুর থানার ওসি খাইরুল ইসলাম।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের নৌকার প্রার্থী দারা বলেন, নৌকার বিজয় নিশ্চিত জেনে প্রতিপক্ষের লোকজন নির্বাচনী অফিসে আগুন দিতে পারে। নৌকার ভোটারদের ভয়-ভীতি দেখিয়ে ভোট দানে বিরত রাখা যাবে না। তবে কে বা কারা আগুন দিতে পারে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।
দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালবেলাকে বলেন, আমাদের কর্মীরা রাত ১২টা পর্যন্ত নির্বাচনী অফিসেই ছিল, পরে লোকজন অফিস বন্ধ করে বাড়ি চলে যায়। ধারণা করা হচ্ছে আনুমানিক রাত ২ টার দিকে আগুন লাগানো হয়েছে। তবে কে বা কারা এ আগুন দিতে পারে সে ব্যাপারে নিশ্চিত নই।
দুর্গাপুর থানার ওসি খাইরুল ইসলাম কালবেলাকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি কারা ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
মন্তব্য করুন