চট্টগ্রামের আনোয়ারায় গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৫ লাখ টাকা ছিনতায়ের ঘটনায় মো. বেলাল (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের ২৫ হাজার টাকাও উদ্ধার করা হয়। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে বরুমচড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বেলাল উপজেলার বরুমচড়া ইউনিয়নের বাসিন্দা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, গ্রেপ্তারের পর বেলাল গত ১০ ডিসেম্বর তার সহকর্মীদের নিয়ে পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকা থেকে এক গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে চেষ্টা চলছে।
মন্তব্য করুন