আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাইয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই প্রার্থী নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের কান্দাপুটল এলাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেনের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী প্রাণ কুমার চন্দ্র বলেন, এই ক্যাম্পের উত্তর পাশে আমার বাড়ি। আমার দুই ভাই বেক্সিমকোতে চাকরি করে। ওরা সাড়ে ৪টা বা ৫টার দিকে ডিউটিতে যায়। ওরা ডিউটিতে যাওয়ার সময় দেখে এই ক্যাম্পে আগুন জ্বলছে। ওরা দৌড়ে বাড়িতে এসে আমাদের খবর দেয়। পরে আমি ও গৌরাঙ্গ ক্যাম্পে আসি। গৌরাঙ্গ এখানকার দায়িত্বে আছে। কে বা কারা আগুন দিয়েছে আমরা দেখিনি।
স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেন বলেন, আমার একটি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কে বা কারা এ কাজ করেছে আমার জানা নেই। তবে অফিস পুড়িয়ে আমার প্রচার কেউ থামাতে পারবে না।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও ঢাকা জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, এই ধরনের একটা ঘটনা শুনেছি। এ সংক্রান্ত একটি অভিযোগও পেয়েছি। তবে কে বা কারা করেছে সেটা জানা যায়নি। আমরা নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে বিষয়টি পাঠিয়েছি।
মন্তব্য করুন