নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষতিগ্রস্ত রেলপথে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

নাটোরের নলডাঙ্গায় ক্ষতিগ্রস্ত রেললাইন। ছবি : কালবেলা
নাটোরের নলডাঙ্গায় ক্ষতিগ্রস্ত রেললাইন। ছবি : কালবেলা

নাটোরের নলডাঙ্গায় রেললাইনের প্রচুর কংক্রিট স্লিপার ক্ষতিগ্রস্ত ও শত শত ক্লিপ না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। স্লিপারগুলো দ্রুত মেরামত ও ক্লিপ সংযোজন করা না হলে যে কোনো সময়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন রেলে কতব্যরত আনসার, রেলওয়ে কর্মচারী ও স্থানীয়রা।

রাজধানীসহ এ রেললাইন দিয়ে প্রতিদিন আপ-ডাউন মেইল, আন্তঃনগর ও ঢাকাগামীসহ ৩৪টির অধিক ট্রেন যাতায়াত করে।

সরেজমিনে দেখা যায়, নলডাঙ্গা, মাধনগর ও বাসুদেবপুরসহ বিভিন্ন স্থানে প্রচুর স্লিপার ভেঙ্গে গেছে, স্লিপারের ঢালাই ভেঙে ভেতর থেকে তার বের হয়ে গেছে। শত শত ক্লিপ সংযোজন নেই, বিভিন্ন স্থানে রেলের জয়েন্টে নাটবল্টু ঢিলা হয়ে আছে, রেল গেটের বেহাল দশা দেখা গেছে।

রেলওয়ের কর্মচারীরা মেরামতের কাজ করলেও অকেজো স্লিপার দিয়েই দায়সারা কাজ করছেন তারা। এমন পরিস্থিতিতে যে কোনো সময় বড় রকমের দুর্ঘটনার আশঙ্কা করছেন রেলে কতব্যরত আনসার, রেলওয়ে কর্মচারী ও স্থানীয়রা।

এদিকে রেলপথে নাশকতা রোধে নাটোরসহ বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করেছেন আনসার সদস্যরা। তিন ভাগে ভাগ হয়ে দায়িত্ব পালন করছেন তারা। আনসার সদস্যরা নাটোর রেলপথের বিভিন্ন ব্রিজ ও রেল স্টেশনে টহলের কাজ চালিয়ে যাচ্ছেন এবং রেলে টহলের সময় বিভিন্ন জয়েন্ট নিবিরভাবে পর্যবেক্ষণ করছেন এবং নিজেরাই নাটগুলো ঠিক করে দিচ্ছেন, বলে জানান কর্তব্যরত আনসার সদস্যরা।

ইতোমধ্যে, নাটোর রেলস্টেশনে নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেছে জেলা প্রশাসন, পুলিশ ও রেলওয়ে বিভাগ। এ সময় নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রেলওয়ের বিভাগের মিস্ত্রি, মাহমুদ আলী জানান, যেখানে স্লিপার বেশি ভাঙা, সেখানে অকেজো কিছু স্লিপার দিয়ে আপাতত কাজ করা হচ্ছে।

মাধনগর রেল গেটের গেট কিপার হাসানুল ফরহাদ বলেন, গেটের এক পাশের বার ভালো, অন্য পাশের বার ভাঙা। বারবার অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি।

মাধনগর স্টেশন মাস্টার মো. মমিন ইসলাম জানান, এখানে মালবাহী ট্রেন ছাড়াও ৩৪টি ট্রেন যাতায়াত করে। গেটের বারের জন্য অভিযোগ দিলেও কাজ হয়নি, যার ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

নলডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকতা শাহ্ আলম জানান, উপজেলার রেলের বিভিন্ন স্থানে অনেক স্লিপার ভাঙ্গা, ক্লিপ নেই, নাট থাকলেও ঢিলা, যা খুবই ঝুঁকিপূর্ণ। সব তথ্য আমরা সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি। তারা ব্যবস্থা গ্রহণ করবেন।

নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, সব ধরনের নাশকতা রোধ ও রেলপথের নিরাপত্তা নিশ্চিতের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে একটি মালবাহী ট্রেন নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকা দিয়ে নাটোরের দিকে অতিক্রম করার সময় পাঙ্গাল সেতুর কাছে বিকট শব্দ হয়। ট্রেনটি নির্বিঘে ওই স্থান পার হয়। পরে স্থানীয়রা গিয়ে দেখেন পাঙ্গাল সেতুর কাছে রেললাইনের জয়েন্টে কিছু অংশ ভাঙা। নাশকতা ঘটাতে রেললাইন কাটার চেষ্টা করতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।

এ সময় রাজশাহী থেকে পার্বতীপুরগামী তিতুমীর এক্সপ্রেস আসতে দেখতে পেয়ে লাল কাপড় দেখিয়ে স্থানীয় এলাকাবাসী ও আনসার সদস্যরা ট্রেনটি থামিয়ে দেন। এতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

এ ঘটনায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকলেও দেড় ঘণ্টা পর রেললাইন মেরামত করার পর তা ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় রেলওয়ে কর্মকর্তা, নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রেলওয়ের বিভাগের ওয়েম্যান সারোয়ার হোসেন বলেন, এটি কোনো নাশকতা নয়। স্বাভাবিকভাবেই রেললাইনের কোনো কোনো জয়েন্টে মাঝে মধ্যে প্রচণ্ড শীতে এ রকম ভেঙে যায়। পরে রেললাইনের সেই অংশ মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ক্রিকেট দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিতে উচ্ছ্বসিত বিএনপি

সুনামগঞ্জে বিএনপির সাবেক এমপির স্ত্রী-মেয়েকে মারধর, থানায় অভিযোগ

রায়পুরার কৃষকনেতা খোন্দকারের মৃত্যুবার্ষিকী পালিত

উত্তরায় মেডিকেলের ৮ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি ছাত্রদলের

সংস্কার ছাড়া ‘প্রজাতন্ত্র’ বিনির্মাণ সম্ভব নয় : জেএসডি

বাঁশ কাটা নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সহপাঠীকে নিয়ে ‘হাসাহাসি’, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

সমঝোতায় না পৌঁছালে সংস্কার-নির্বাচন সবকিছুতেই অনিশ্চয়তা সৃষ্টি হবে: মঞ্জু

ফেসবুকে পোস্ট দিয়ে শ্রমিকের আত্মহত্যা, দুই কর্মকর্তাকে অব্যাহতি

মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি

১০

সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

১১

এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত, ২ যুবকের কারাদণ্ড

১২

‘নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’

১৩

ইহুদি প্রবেশ বাড়ছেই, আল-আকসা নিয়ে বড় কিছু ঘটতে চলেছে?

১৪

ভিসির পদত্যাগের দাবিতে প্রতীকী গদি জ্বালালেন কুয়েট শিক্ষার্থীরা

১৫

আবাসিকে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা

১৬

নিউইয়র্কে ৪র্থ বাংলাদেশ রেমিট্যান্স মেলা ২০২৫-এর উদ্বোধন

১৭

বিএনপি ক্ষমতায় গেলে ইনসাফের শাসন কায়েম হবে : বাবুল

১৮

সাংবাদিকের বাবাকে ‘মিথ্যা’ মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ, মুক্তি দাবি

১৯

নির্বাচনের আগেই খুনিদের বিচার করতে হবে : ডা. শফিকুর

২০
X