কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হেরে যাওয়ার ভয়ে নৌকা সমর্থকদের ওপর একের পর এক হামলা করছে। প্রতীক বরাদ্দের পর থেকে চান্দিনার বিভিন্ন জায়গায় নৌকা সমর্থকদের ওপর হামলা ও প্রচারণায় ব্যবহৃত মাইক্রোবাস ভাঙচুর করে সৃষ্টি করছে আতঙ্ক।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহসভাপতি ডা. প্রাণ গোপাল অভিযোগ করে বলেন, শনিবার সন্ধ্যায় গল্লাই কমপ্লেক্স সংলগ্ন এলাকায় আমার ছয়জন নেতাকর্মীকে কুপিয়েছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে বহিরাগত লোকজন দিয়ে আমার সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে।
তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু উত্তরাধীকার সূত্রে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন। কোনো দিন ছাত্রলীগ কিংবা যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না। অপরদিকে তার শ্বশুর জামায়াতের আমীর। অবশ্য যার শ্বশুর স্বাধীনতা বিপক্ষের লোক, সে কিভাবে নৌকা সমর্থকদের ওপর হামলা না করে থাকতে পারে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে টিটু বহিরাগত লোকজন দিয়ে নৌকার সমর্থকদের ওপর এমন হামলা চালায়।
স্বাধীনতা পদকপ্রাপ্ত এ চিকিৎসক আরও বলেন- আমাদের নির্বাচনী প্রচারণায় ভোটাররা স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে। নির্বাচন কমিশনও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যথেষ্ট কাজ করছে। কিন্তু কিছু স্বাধীনতাবিরোধী শক্তি আওয়ামী লীগের এ আসনটি নিয়ে পাঁয়তারা করছে। তবে তাদের সকল অপচেষ্টা নস্যাৎ করে ভোটারদের অংশগ্রহণে নৌকার বিজয় সুনিশ্চিত হবে।
এর আগে সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত সমর্থকদের দেখতে যান অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। এ সময় তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
মন্তব্য করুন