বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক বলেছেন, টাকা দিয়ে সব পাওয়া গেলেও, নৌকার বিরুদ্ধে ভোট পাওয়া যাবে না। এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, সৈয়দ নজরুল ইসলামের নৌকা, শেখ হাসিনার নৌকা, সৈয়দ আশরাফুল ইসলামের নৌকা, সাধারণ মানুষের নৌকা, উন্নয়নের নৌকা। ঈগল দিয়ে উন্নয়ন করা যাবে না।
রোববার (৩১ ডিসেম্বর) কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের হোসেনপুর উপজেলায় নৌকা মনোনীত প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির পথসভায় তিনি এসব কথা বলেন।
সাইমন সাদিক বলেন, ঈগলকে আমরা চাই না। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রার্থী ড. সৈয়দা জাকিয়া নূর লিপি আন্টির পাশে থেকে আগামী ৭ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে একটি একটি ভোট দিয়ে নৌকা মার্কার জয় দেখাতে চাই। আমরা এক দিন টাকা নিয়ে ঋণী হয়ে ঈগলে ভোট দেব না। আমেরিকান ঈগল বাংলাদেশে চলবে না। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন সেই তো বোঝে না শেখ হাসিনার খেলা। ঈগলের সঙ্গে কোনো খেলা নেই। খেলা তো আমরা আগেই খেলে ফেলেছি বাইডেনের সঙ্গে।
ভোটারদের উদ্দেশে সাইমন সাদিক বলেন, নতুন ভোটার যারা হয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ, কিশোরগঞ্জের এই উন্নয়নের ধারা বিপথে নেওয়া যাবে না। আপনারা সিদ্ধান্ত নিবেন আগামী ৫ বছর কিশোরগঞ্জ-হোসেনপুরের যে উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে সেটাকে আরও ত্বরান্বিত করব। এই দায়িত্ব আপনাদের তরুণদের।
মন্তব্য করুন