কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

বর্ষবরণে আশানুরূপ পর্যটকের দেখা মেলেনি কাপ্তাইয়ে

কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্র। ছবি : কালবেলা
কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্র। ছবি : কালবেলা

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রতিবছর ইংরেজি বর্ষকে বিদায় ও নতুন বর্ষকে স্বাগত জানাতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার পর্যটকের আগমন ঘটে থাকে। তবে এ বছর আশানুরূপ পর্যটকের আগমন না হওয়াতে কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্র, হোটেল-মোটেলে ভিন্ন চিত্র দেখা গেছে। এদিকে নির্বাচনী রাজনৈতিক অস্থিরতায় পর্যটকের উপস্থিতি কমেছে বলে ধারণা করছেন কাপ্তাইয়ের পর্যটন খাতসংশ্লিষ্টরা। তবে নির্বাচন শেষে পর্যটকের উপস্থিতি বাড়বে বলে অনেকে আশা করছেন।

সোমবার (১ জানুয়ারি) ইংরেজি নতুন বছরের প্রথম দিন কাপ্তাইয়ের অন্যতম জনপ্রিয় প্রশান্তি পার্ক, রিভার ভিউ পার্ক, লেকশোর পার্ক, হোটেল হ্যাপিনেস, গ্রিনভ্যালি কাপ্তাই গেস্ট হাউসসহ বেশ কয়েকটি পর্যটনকেন্দ্রে গিয়ে দেখা গেছে বছরের প্রথম দিনেও পর্যটকদের বাড়তি কোনো ভিড় নেই। এ ছাড়া যারা ঘুরতে এসেছেন তারা অধিকাংশ স্থানীয় বাসিন্দা। অনান্য বছর বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণে পর্যটকদের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হলেও এ বছর তেমন কোনো আয়োজন রাখা হয়নি পর্যটন কেন্দ্রগুলোতে। অপরদিকে অনান্য বছর কাপ্তাইয়ের জনপ্রিয় হোটেল-মোটেল এবং কটেজগুলোতে পর্যটকদের অগ্রিম ফুলবুকিং থাকলেও এবার অধিকাংশগুলোই ফাঁকা পড়ে আছে। তবে কাপ্তাই নিসর্গ রিভারভ্যালি পড হাউস সব বুকিং থাকলেও নিসর্গ রেস্টুরেন্টে পর্যটকের আগমন কমেছে। এতে অনেকটা অলস সময় কাটাতে দেখা গেছে প্রতিষ্ঠানটির কর্মচারীদের।

ঢাকা শহর থেকে কাপ্তাই প্রশান্তি পার্কে ভ্রমণে আসা ডা. আহাদ-রুমি দম্পতি জানান, কাপ্তাই বরাবরের মতো আমাদের প্রিয় জায়গা। আমি আগেও কাপ্তাইয়ে এসেছি তবে আমার সহধর্মিণীর এটি প্রথম কাপ্তাই ভ্রমণ। কাপ্তাইয়ে এসে খুব ভালো লাগছে তবে আগের মতো আমেজ পাচ্ছি না। বিশেষ করে নতুন বছরকে ঘিরে এখানে কোনো আয়োজন দেখা যায়নি। সেই সঙ্গে পর্যটকদের উপস্থিতিও কম দেখা যাচ্ছে।

এদিকে কাপ্তাইয়ে ভ্রমণে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ছাত্র আহামেদ কাইসারসহ তার সহপাঠীরা জানান, প্রতিবছর থার্টিফার্স্ট নাইট এবং হ্যাপি নিউ ইয়ারকে ঘিরে কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বাড়তি আয়োজন থাকতো। বিনোদনে বাড়তি মাত্রা যোগাতে কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকত। তবে এবার আমরা হতাশ হলাম। এই ধরনের কোনো আয়োজন আমাদের চোখে পড়েনি।

কাপ্তাই হোটেল হ্যাপিনেস এর ম্যানেজার মিঠুন দের সঙ্গে কথা হলে তিনি জানান, আমরা থার্টিফার্স্ট নাইটকে ঘিরে বেশ সুন্দর করে কটেজগুলো সাজিয়ে রেখেছিলাম। তবে পর্যটকদের আগমন আশানুরূপ না হওয়ায় অনেকটা হতাশ হয়েছি। আশা করছি, সামনের মৌসুমে পর্যটকদের আগমন বাড়বে।

কাপ্তাই গ্রিনভ্যালি কাপ্তাই গেস্ট হাউসের ম্যানেজার মো. ইসমাইল হোসেন জানান, অনান্য বছর এ সময়ে আমাদের সবকটি রুম কুকিং থাকলেও এ বছর অধিকাংশ রুম, কটেজ খালি পড়ে আছে। এতে আমাদের লোকশান গুনতে হচ্ছে। বিশেষ করে নির্বাচনকে ঘিরে কাপ্তাইয়ে পর্যটকের সংখ্যা কমেছে। আশা করছি, নির্বাচনের পর কাপ্তাইয়ে পর্যটকের আগমন বাড়বে।

কাপ্তাই জেটিঘাট বোট মালিক সমিতির ম্যানেজার শীতল সরকার জানান, কাপ্তাইয়ে পর্যটকের আগমন কমে যাওয়াতে একদিকে যেমন হোটেল, পর্যটনকেন্দ্রের ক্ষতি হচ্ছে তেমনি আমাদের বোট ব্যবসায় মন্দা সময় যাচ্ছে। ভাড়া কমে গেছে, সে সঙ্গে এই পেশায় জড়িত মানুষের আয় কমে দুর্ভোগ দেখা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইইডিসিআর / নিপাহ ভাইরাস ৩৫ জেলায়, আক্রান্ত হলেই মৃত্যু

নামাজের সময় চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয়, জানুন

যুক্তরাষ্ট্র থেকে ভুট্টার বড় চালান বাংলাদেশে

যে ৫ ব্যক্তির দোয়া কখনোই কবুল হয় না

থানায় সালিশ করতে এসে আটক আ.লীগ নেতা

জকসুর ফলাফলে নাটকীয় মোড়, ফের ভিপিতে এগিয়ে শিবির

সহকর্মীদের প্রতিবন্ধী সন্তানের শিক্ষা সহায়তায় স্কলারশিপ চালু করল ব্র্যাক ব্যাংক

ট্রেনিং ও বিদেশি বৃত্তি নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের নতুন নির্দেশনা

আসামিদের নামাজ পড়তে হাজতখানায় জায়নামাজ দিলেন ঢাকার সিজিএম

সিরাজগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আ.লীগের শতাধিক নেতাকর্মী

১০

চবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৫২.৪ শতাংশ

১১

এনসিপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১২

দৃষ্টিহীনদের পথ দেখাচ্ছে রোবট কুকুর

১৩

মাদুরোর বিরুদ্ধে নিজের নাচ নকলের অভিযোগ করলেন ট্রাম্প

১৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

১৫

কারাকাসের ঘটনার পর আতঙ্কে তেহরান

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

১৭

ঢাবি অধ্যাপক আতাউর রহমান মারা গেছেন

১৮

জকসুর এক কেন্দ্রে ভোট পাননি শিবিরের জিএস-এজিএস প্রার্থী

১৯

আলজাজিরার এক্সপ্লেইনার / কেন প্রায় ২৫ কোটি খ্রিস্টান বড়দিন পালন করেন ৭ জানুয়ারি

২০
X