বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর বলেছেন, শেখ হাসিনার অধীনে এবার সুষ্ঠু নির্বাচন হবেই। কারণ নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক চাপ রয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের একটি পথসভায় এ বক্তব্য রাখেন বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর।
শাহ জাফর বলেন, বিএনপি যখন নির্বাচনে আসল না আমি খালেদা জিয়া এবং তারেক জিয়ার সঙ্গে কথা বললাম। তাদের নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ করলাম কিন্তু তারেক জিয়া বলল, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচন করবে না। তখন আমি আমার ফরিদপুর-১ আসনের ৩০ হাজার নেতাকর্মীকে জেল থেকে মুক্ত করতে এবং অন্যায় অত্যাচার ও জুলুমের হাত থেকে রক্ষার জন্য নির্বাচনের সিদ্ধান্ত নিলাম।
তিনি বলেন, দেশ স্বাধীনতার সময় বৃহত্তর ফরিদপুরের মুজিব বাহিনীর কমান্ডার ছিলাম। ২০০৮ সালের নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হলো। ২০১৩ এবং ২০১৮ সালে নির্বাচনে অংশগ্রহণ করিনি। ২০২৪ সালে আমার জীবনের শেষ নির্বাচন, মৃত্যুর আগে আমি শেষবারের মতো আপনাদের নিকট নোঙর প্রতীকে ভোট চাইছি। এ এলাকার উন্নয়নে আমি কাজ করব, সকল সুদ, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে হবে আমার লড়াই।
স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদের পরিচালনায় এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের কার্যনির্বাহী কমিটির সদস্য তাহের আহমেদ শুভ, আলফাডাঙ্গা ওলামা লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকি প্রমুখ।
মন্তব্য করুন