দ্বাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মুর্তজার সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু।
নির্বাচনের ঠিক তিন দিন আগে বুধবার (৩ জানুয়ারি) সকালে নড়াইল সদর উপজেলা শহরের মহিষখোলায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এ সময় মাশরাফীকে সমর্থন জানিয়ে লিটু বলেন, এ স্বল্প সময়ে সব কেন্দ্রে এজেন্ট দেওয়া, পারিবারিক ও শারীরিক সমস্যার কারণে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজ ইচ্ছায় সরে দাঁড়াচ্ছি। পাশাপাশি রাজনীতি থেকেও অবসরের ঘোষণা দেন তিনি।
অনেক দৌড়ঝাঁপ শেষে নির্বাচনের ৯ দিন আগে নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সৈয়দ ফয়জুল আমীর লিটু হাইকোর্টের রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন।
এদিকে নড়াইল-২ আসন থেকে মোট ৮ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে মাঠে ছিলেন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মুর্তজা, ওয়ার্কার্স পার্টির অ্যাড. শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির অ্যাড. ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী ঐক্যজোটের মাহাবুবুর রহমান, এনপিপির মনিরুল ইসলাম, গণফ্রটের মো. লতিফুর রহমান, স্বতন্ত্র মো. লায়ন নূর ইসলাম এবং সৈয়দ ফয়জুল আমীর লিটু।
প্রসঙ্গত, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু ২০১৪ সাল লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২২ সালের ১৭ অক্টাবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বিতাপূর্ণ নির্বাচনে পরাজিত হন।
মন্তব্য করুন