বগুড়ায় মাঝারি শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার (৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যা এই মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন।
সরেজমিনে দেখা যায়, দিনের বেলাতেই আঞ্চলিক ও মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। ঘন কুয়াশার সাথে সাথে শৈত্যপ্রবাহের জন্য প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বের হচ্ছে না, ফলে শহর ও রাস্তাঘাট থাকছে জনশূন্য। দীর্ঘদিন ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুর রশিদ।
তিনি জানান, বুধবার বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা এ জেলায় শীত মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ২ জানুয়ারি বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
তিনি বলেন, ভোর থেকেই জেলাজুড়ে ঘন কুয়াশা রয়েছে। শৈত্যপ্রবাহ চলছে বগুড়াতে। এমন আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে।
মন্তব্য করুন