ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। হাইওয়ে পুলিশের কুন্দারহাট থানার ওসি আব্বাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (৩ জানুয়ারি) সকালে বগুড়া সদরের নওদাপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক মোখলেসুর রহমান (২৬) ও একই উপজেলার শচিয়ানী পশ্চিমপাড়ার আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৫)।
হাইওয়ে পুলিশের কুন্দারহাট থানার ওসি আব্বাস আলী জানান, বুধবার সকাল থেকেই ঘনকুয়াশা ছিল। সকাল ৭টা ৪৫ মিনিটে দিকে রংপুর অভিমুখী পিকআপ ভ্যানের (মিনি ট্রাক) সঙ্গে বগুড়া শহরগামী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত এবং আরও দুই যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই মিনি ট্রাক রেখে চালক পালিয়ে গেছে। ওই ট্রাক এবং সিএনজিচালিত অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুজনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন