দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং সংসদীয় আসনের দুর্গম হেলিসটিং এলাকার ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পোঁছানোর কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকে রাঙামাটির ১৮টি দুর্গম হেলিসটিং কেন্দ্রের মধ্যে বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার ১৪টি কেন্দ্রে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে নির্বাচনী মালামালসহ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের পৌঁছে দেওয়া হচ্ছে।
জানা গেছে, শুক্রবার (৫ জানুয়ারি) আরও ৪টি কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে মালামাল পৌঁছানো হবে।
রাঙামাটিতে ২১৩টি কেন্দ্রের মধ্যে ১২৯টি কেন্দ্র গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করছে রিটার্নিং অফিস। এর মধ্যে ১৮টি কেন্দ্র হেলিসটিংয়ে অবস্থিত। নির্বাচনী দায়িত্ব পালন শেষ করে আগামী ৮ জানুয়ারি কর্মকর্তারা হেলিকাপ্টারে করে আবার রাঙামাটি ফিরবেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোশারফ হোসেন খান জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করার পাশাপাশি হেলিসটিং এলাকায় মালামাল পৌঁছানো শুরু হয়েছে।
মন্তব্য করুন