‘স্বল্প খরচে মানসম্মত উচ্চশিক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। পরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে মাসব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।
বেলুন উড়িয়ে উদ্বোধনের পর শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমিরাটস অধ্যাপক ড. শাহজাহান খান, বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুল ইসলামসহ সব বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার পর আবারও ক্যাম্পাসে ফিরে আসেন।
এরপর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বিশ্ববিদ্যালয়ের শুরু দিকের স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্ন নিয়ে আলোচনা করেন এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের আশ্বাস দেন। পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মন্তব্য করুন