খুলনা-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী এসএম কামাল হোসেনের নির্বাচনী প্রচার অফিসে এক কর্মীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী কর্মী হাসান ফারাজী (৪০) যোগীপোল গ্রামের সোহরাব ফারাজীর ছেলে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত সোয়া ২টার দিকে নগরীর যোগীপোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নির্বাচনী প্রচার অফিসে এ ঘটনা ঘটে।
হাসান ফারাজী জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে তিনি নির্বাচনী অফিসে আসেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা জ্যাকেট পরিহিত ও মুখ ঢাকা ৫-৬ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।
তাদের মধ্যে দুজন তার হাত ধরে রাখে, একজন তার গায়ে কেরোসিন ঢেলে দেয় এবং আরেকজন অগ্নিসংযোগ করে। এতে তার পরনের পোশাক, গলা ও কানের বাম পাশের একাংশ পুড়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আওয়ামী লীগ প্রার্থী এসএম কামাল হোসেন বলেন, বিএনপি-জামায়াতের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
নগরীর খানজাহান আলী থানার ওসি মো. মমতাজুল হক বলেন, বৃহস্পতিবার রাত ২টার পর যোগীপোল এলাকায় আওয়ামী লীগের প্রার্থী এসএম কামাল হোসেনের নির্বাচনী ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর গায়ে ২-৩ জন দুর্বৃত্ত কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে হাসান ফারাজীর ঘাড়ের দুই পাশের কিছু অংশ পুড়ে যায়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন