গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও বিজিবির টহল পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় মুন্না মিয়া নামে এক বিজিবির পিকআপচালক নিহত হয়েছেন।
শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
এর আগে, এদিন সকাল ১১টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের পলাশবাড়ীর রাইসমিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মুন্না মিয়াসহ বিজিবির ৫ সদস্য ও বাসের আরও ৩ যাত্রী গুরুতর আহত হয়। তাদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চালক মুন্না মিয়া।
পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, হাইওয়ে পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন