মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:৫৮ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পিরোজপুরের আ.লীগ কর্মীর মৃত্যু : প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত প্রধান অভিযুক্ত মুহাম্মদ শরীফুল ইসলাম। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত প্রধান অভিযুক্ত মুহাম্মদ শরীফুল ইসলাম। ছবি : সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় ‘নির্বাচনী সহিংসতায়’ আহত আওয়ামী লীগের কর্মী জাহাঙ্গীর পঞ্চায়েতের মৃত্যুর ঘটনায় করা মামলার প্রধান আসামি সিরাজুল ফরাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) ভোরে পিরোজপুরের চরখালী ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম তাকে গ্রেপ্তারের তথ্য জানান।

এর আগে বুধবার বিকেলে মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হন জাহাঙ্গীর পঞ্চায়েত (৬০) । স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওই রাতে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।

নিহত জাহাঙ্গীর আওয়ামী লীগের কর্মী ছিলেন। তিনি পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী শামিম শাহনেওয়াজের কর্মী ছিলেন বলে দাবি করেন প্রার্থী। ঘটনার পর জাহাঙ্গীরের স্ত্রী দাবি করেন, তার স্বামী আওয়ামী লীগ করতেন। তিনি স্বতন্ত্র প্রার্থী শামিম শাহনেওয়াজের সমর্থন করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

তবে পুলিশ সুপার বলেছেন, নির্বাচনী সহিংসতায় নয়, জমিজমা নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীর পঞ্চায়েতকে প্রতিপক্ষরা কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে তিনি মারা যান। জাহাঙ্গীরের ওপর হামলার পর রাতেই থানায় মামলা করেন তার স্ত্রী বুলু বেগম। মামলায় হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার অভিযোগ আনা হয়। মামলায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পাঁচজনকে আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, বুধবার বিকেলে জাহাঙ্গীর পঞ্চায়েত বাড়ি থেকে স্থানীয় বাদুর বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা রুজু হলে থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা যৌথভাবে আসামি সিরাজুল ফরাজীকে (৪৫) গ্রেপ্তার করে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের মানুষের বিপদে বেগম খালেদা জিয়া সবসময় পাশে দাঁড়িয়েছেন : মিনু

চাঁদাবাজির মামলায় নওরোজ সম্পাদক দুররানী কারাগারে

নির্বাচনে যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে : মান্না

মুক্তিযোদ্ধা দম্পতির খুনিদের দ্রুত শাস্তির দাবি এটিএম আজহারের

কর্মকর্তা-কর্মচারীদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান চসিক মেয়রের

জব্দ সার অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ

বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা পুনর্বিবেচনা করবে : আমীর খসরু

আবারও দেশসেরা ক্রেডিট রেটিংয়ে ব্র্যাক ব্যাংক

সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রংপুরে সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় ঐক্য পরিষদের উদ্বেগ

১০

সন্ত্রাস-চাঁদাবাজ মাদকের সাথে কোনো আপোষ নেই : মির্জা আব্বাস

১১

খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ

১২

সিডনিতে বাংলাদেশ ডেমোক্রেসি সামিট / তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

১৩

গ্যাবায় স্মিথ ও জোফরা আর্চারের মধ্যে কী হয়েছিল?

১৪

বিদেশি সিগারেট পাচারকালে ইউপি সদস্য আটক

১৫

‘মানুষ তাদের ১৯৭১ সালেই দেখেছে’

১৬

রাষ্ট্রীয় টিভি চ্যানেল দখল করে সরকার উৎখাতের ঘোষণা

১৭

পাবনা মেরিন একাডেমিতে ক্যাডেটদের পাসিং আউট প্যারেড সম্পন্ন

১৮

চিরকুটসহ রেখে যাওয়া সেই নবজাতক পেল বাবা-মা

১৯

নির্বাচন-গণভোটের প্রস্তুতি নিয়ে যমুনায় বৈঠক

২০
X