শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, একটি নির্বাচন হলো দেশের অগ্রযাত্রায় ইতিহাসের মাইলফলক। এবারের নির্বাচনও ইতিহাসের একটি নতুন অধ্যায় সৃষ্টি হবে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টায় মুশুদ্দিখন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে খন্দকার পাড়ার ভোটার তালিকার দ্বিতীয় নম্বর ভোটার হিসেবে নিজ ভোট প্রদান শেষে মন্ত্রী এসব কথা বলেন।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, পঞ্চম বারের মতো মধুপুর ও ধনবাড়ীর জনগণ আমাকে নির্বাচিত করবেন।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নিজ গ্রামে ভোট দেওয়ার সময় সঙ্গে মা রেজিয়া খাতুন, স্ত্রী শিরিনা আক্তার বানু, ছোট ছেলে সুজিতসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভোট দেওয়া শেষে কেন্দ্রের বাইরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী।
মন্তব্য করুন