একসঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট বর্জন করলেন সিলেট-২ আসনের বর্তমান-সাবেক সংসদ সদস্যসহ ৪ প্রার্থী। তারা হলেন, বর্তমান সাংসদ ও গণফোরামের সূর্য প্রতীকের প্রার্থী মোকাব্বির খান, সাবেক সংসদ সদস্য ও জাপার লাঙ্গল প্রতীকের প্রার্থী ইয়াহইয়া চৌধুরী, পৌর মেয়র ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান এবং তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীকের প্রার্থী আব্দুর রব মল্লিক।
আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রে জালভোট প্রদান, কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়াসহ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় রোববার (৭ জানুয়ারি) দুপুর ২টায় ওসমানী নগরের গোয়ালা বাজারে এক হোটেলে সংবাদ সম্মেলন করে তারা ভোট বর্জনের ঘোষণা দেন।
উল্লেখ্য, সিলেট-২ আসনে প্রার্থী সাতজন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী (নৌকা), গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান (উদীয়মান সূর্য), বিশ্বনাথ পৌরমেয়র স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (ট্রাক), জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব (সোনালি আঁশ), বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. জহির (ডাব) ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. মনোয়ার হোসাইন (আম)।
মন্তব্য করুন