নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রের বুথে অবৈধভাবে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে বরগুনা-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দুই প্রার্থীর দুজন এজেন্টকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহরিটার্নিং কর্মকর্তা মো. শামীম মিঞা।
রোববার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বুথে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মাহবুবুর রহমান অভির আম প্রতীকের এজেন্ট মোখলেছুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের ট্রাক প্রতীকের এজেন্ট মনির হোসেনকে নির্বাচনী অপরাধ বিচার আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুই এজেন্টকে ১ বছর করে কারাদণ্ডাদেশ দেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা বলেন, ভোটকক্ষে আম প্রতীকের এজেন্ট মোখলেছুর রহমান ও ট্রাক প্রতীকের এজেন্ট মনির হোসেন মোবাইল ফোন ব্যবহার করায় নির্বাচনী অপরাধ বিচার আদালতের আইন অনুযায়ী তাদের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে প্রেরণ করেন।
মন্তব্য করুন