দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করেছে দাবি করে ভোটারদের ধন্যবাদ জানিয়ে সিরাজগঞ্জে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে পৌর শহরের ধানবান্ধি নর্থবেঙ্গল হাসপাতাল এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ। এ সময় তার সঙ্গে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এমেলা বেগম, সাংগঠনিক সম্পাদক জোৎস্না মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে শহরের শেখ রাসেল শিশু পার্ক, জেলখানা ঘাট এলাকায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, খ ম রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, সহপ্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল।
মন্তব্য করুন