বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

খরস্রোতা বড়াল শুকিয়ে এখন ফসলের মাঠ! 

লাঙ্গল নিয়ে হাল চাষে কৃষকের কর্মব্যস্ততা দেখে বোঝার উপায় নেই এটিই এক সময়ের খরস্রোতা নদী বড়াল। ছবি : কালবেলা
লাঙ্গল নিয়ে হাল চাষে কৃষকের কর্মব্যস্ততা দেখে বোঝার উপায় নেই এটিই এক সময়ের খরস্রোতা নদী বড়াল। ছবি : কালবেলা

লাঙ্গল নিয়ে হাল চাষে কৃষকের কর্মব্যস্ততা দেখে বোঝার উপায় নেই এটিই এক সময়ের খরস্রোতা নদী বড়াল। কালের বিবর্তনে দখল-দূষণে অস্তিত্ব সংকটে ভুগছে পদ্মার অন্যতম শাখা নদী এই বড়াল।

বড়ালের উৎপত্তি রাজশাহীর চারঘাট থেকে পদ্মা নদীর শাখা হিসেবে। চারঘাট থেকে বাঘা, নাটোরের বাগাতিপাড়া, বড়াইগ্রাম,পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুর উপজেলার মধ্য দিয়ে বাঘাবাড়ী হয়ে এ নদী হুড়া সাগরে মিশে নাকালিয়া এলাকায় যমুনা নদীতে পড়েছে। বড়াল নদী রাজশাহী, নাটোর, পাবনা এবং সিরাজগঞ্জের আটটি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার বুক চিরে রয়েছে বড়ালের প্রায় ২২ কিলোমিটার নদী পথ।

তবে নানা কারণে নাব্য হারিয়ে বড়াল এখন পরিণত হয়েছে কৃষকের ফসলের মাঠে। নদীর বুকজুড়ে চাষ হচ্ছে ধান, গমসহ বিভিন্ন ফসল। চাষাবাদের সুবিধার্থে নদীর উঁচু স্থান থেকে মাটি কেটে সমান করছেন কৃষকেরা। ফলে বদলে যাচ্ছে নদীর প্রাকৃতিক গঠন। আর নদীতে ফসল ফলানোর জন্য নানাভাবে নদীতে চাষ করার ফলে সেই মাটি বর্ষা মৌসুমে নদীর তলায় জমে নদীর গভীরতা কমিয়ে দিচ্ছে। নদী পাড়ের মানুষের দাবি- অপরিকল্পিত বাঁধ নির্মাণ বড়ালের নাব্য সংকটের জন্য অন্যতম প্রধান কারণ।

নদীর তীরবর্তী উপজেলাগুলোকে বন্যামুক্ত করা, পানি সংরক্ষণ এবং সেচসুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বড়ালের উৎসস্থলে একটি স্লুইসগেট ও ৪৬ কিলোমিটার ভাটিতে নাটোরের আটঘড়িয়া এলাকায় আরেকটি স্লুইসগেট নির্মাণ করা হয়। এর মাধ্যমেই বাধাপ্রাপ্ত হয় বড়ালের স্বাভাবিক পানি প্রবাহ। নদীতে পানি না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে একসময় এ নদীকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করা জেলেরা।

স্থানীয় জেলে পিন্টু হালদার জানান তার দুর্দশার কথা। তিনি বলেন, পূর্বপুরুষদের সময় থেকেই নদীতে মাছ ধরে তাদের জীবিকা চলে। নদীতে স্লুইসগেট নির্মাণের আগে ইলিশ থেকে শুরু করে সকল ধরনের দেশীয় মাছ পাওয়া যেত। নদীর পানি সংকট দেখা দেওয়ায় এখন মাছের দেখা মিলছে না। অন্য কাজ না করতে পাড়ায় পূর্বপুরুষদের পেশা ছাড়তে পারছেন না পিন্টু হালদার। ফলে, অর্থাভাবে দিন পার করছেন নদী নির্ভর এই জেলে।

বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখইর এলাকার কৃষক জাহেদ মোল্লা বলেন, আগে নদী কানায় কানায় পূর্ণ ছিল। নদীর আশপাশের কৃষি জমিতে ফসল উৎপাদনে ব্যবহার করা হতো নদীর পানি। বর্তমানে নদীতে পানি না থাকায় জমিতে সেচ দিতে বাড়তি খরচ হচ্ছে। এছাড়া, নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা বাজারগুলোতে নদী পথে পণ্য পরিবহনের পূর্ব অভিজ্ঞতাও তুলে ধরেন এই কৃষক।

বড়াল নদী রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি ও বাগাতিপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী বলেন, দীর্ঘদিন চেষ্টা করেও বড়াল নদী ধ্বংসের জন্য দায়ি স্লুইসগেটগুলো অপসারণ করা যায়নি। বাগাতিপাড়ার ফুসফুস এই বড়াল নদী। নদী মারা যাওয়ায় চরম বিপর্যয়ে পড়বে আমাদের এই অঞ্চলের মানুষ। বারবার চেষ্টা করে, নানা দপ্তরে চিঠি দিয়েও নদী রক্ষায় কোনো দৃশ্যমান উদ্যোগ দেখছি না। ছোট ছোট প্রকল্পের মাধ্যমে নদী এলাকার মানুষকে সম্পৃক্ত করে খুব সহজেই এই নদী খননের মাধ্যমে এর নাব্য ফেরানো সম্ভব বলে মনে করেন তিনি।

নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী বলেন, বড়ালের পানি প্রবাহ নিশ্চিত করতে পানি উন্নয়ন বোর্ড ২০২০ সালে একটি প্রকল্প দাখিল করে। কিন্তু নানা জটিলতায় আজও সেটি আলোর মুখ দেখেনি। তবে, সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। বড়াল রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের পাশাপাশি জনপ্রতিনিধিদের আরও জোড়ালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা। পাশাপাশি বড়াল নদীর পানি প্রবাহ নিশ্চিত করতে প্রকল্পটি দ্রুতই বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও

টেকনাফে ৬ শিশুকে অপহরণ, কৌশলে পালাল দুজন

তরুণ ভোটারদের ভোটদানের আহ্বান আমিনুল হকের

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের যে সমাধান দিলেন পোপ লিও

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী ইমরান

বাবার মরদেহ আটকে রাখলেন ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন তামিম ইকবাল

গরম দুধে মধু মিশিয়ে খাওয়া ভালো নাকি ক্ষতিকর? জেনে নিন

যে কারণে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করতে হয়েছিল ভারতের বিশ্বকাপ জয়ের নায়িকার

আইনজীবী আলিফ হত্যা : দুই আসামির বিরুদ্ধে ক্রোকি পরোয়ানা জারি

১০

হবিগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থিতায় চমক, নয়া প্রার্থী অলিউল্লাহ নোমান

১১

জীবনসঙ্গীকে অযথা সন্দেহ? হতে পারে ওথেলো সিনড্রোম

১২

খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদীখানে বিএনপির দোয়া মাহফিল

১৩

সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

১৪

সাগরে নিখোঁজ ১৩ জেলের সন্ধান মিলেছে

১৫

শয়তানের পূজা করতে শিশুদের যৌন নির্যাতন, গ্রেপ্তার ৪

১৬

ভাইরাল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের ভিডিও নিয়ে যা জানা গেল

১৭

৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক

১৮

খালেদা জিয়ার সুস্থতা কামনায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

১৯

বিসিবিএল ও ‘এফসিডি-সিএবি’র সমঝোতা স্মারক

২০
X