সুনামগঞ্জের জগন্নাথপুরে নাজিফা বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ১টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাজিফা বেগম নোয়াগাঁও গ্রামের মাসুম মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্বজনরা জানায়, মঙ্গলবার রাতে প্রতি রাতের ন্যায় ঘরের দরজা বন্ধ করে সন্তান নিয়ে শুয়ে ছিলেন নাজিফা বেগম। রাত ১টার দিকে ১৫ মাসের মেয়ের কান্নার শব্দে স্বামীর ঘুম ভাঙে। এ সময় ঘরের পাশে একটি জাম গাছে ঝুলন্ত অবস্থায় তার স্ত্রীকে দেখতে পান। পরে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ রাতে এসে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, কয়েক মাস ধরে নাজিফা বেগম মানসিক অসুস্থতায় ভুগছিল।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসাইন জানান, মঙ্গলবার রাতে জামগাছের সাথে ঝুলন্ত লাশ দেখে তার আত্মীয়স্বজনরা আমাকে খবর দিলে আমি থানা পুলিশকে জানানোর পর পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অলক জানান, ঝুলন্ত লাশের খবর পেয়ে আমাদের থানার এসআই আরিফুলসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন