ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে বাড়ছে শিশুদের শীতজনিত রোগ, হাসপাতালে ভিড়

শিশুদের নিয়ে স্বজনরা ভিড় করছেন হাসপাতালে। ছবি : কালবেলা
শিশুদের নিয়ে স্বজনরা ভিড় করছেন হাসপাতালে। ছবি : কালবেলা

ফেনীতে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা, যাদের অধিকাংশই শিশু। ডায়রিয়া, শ্বাসকষ্ট কিংবা নিউমোনিয়ায় অসুস্থ শিশুদের নিয়ে স্বজনরা ভিড় করছেন হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে।

গত তিন দিনেই জেলায় শুধু ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে সাড়ে ১১শ শিশু। তবে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই, সঠিকভাবে যত্ন নিলেই বাচ্চাদের এই ধরনের সমস্যা কমবে।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আসিফ ইকবাল বলেন, গত এক সপ্তাহে আউটডোরে প্রতিদিন গড়ে ৫ শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৮০ শতাংশ শিশুই ডায়রিয়া সমস্যা, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়াসহ বিভিন্ন শীতজনিত অসুস্থতার ভুগছে।

সরেজমিনে হাসপাতালটিতে দেখা যায়, শুধু শহর থেকে নয়, রোগী আসছে প্রত্যন্ত গ্রাম থেকেও। বিপুল সংখ্যক রোগীর উপস্থিতিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের।

হাসপাতালের নার্স শ্যামলী রানী ও সুমাইয়া খাতুন জানান, বৃহস্পতিবার শিশু ওয়ার্ডে ২৬ বেডের বিপরীতে ৪৪ রোগী ও ডায়রিয়া ওয়ার্ডে ১৭ বেডের বিপরীতে ৪৮ রোগী ভর্তি আছে। তবে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। রোগী বেড়ে যাওয়ায় বেডে জায়গা না পেয়ে মেঝেতে ও বারান্দায় চিকিৎসা দিতে তারা বাধ্য হচ্ছেন।

সদর উপজেলার ধলিয়া এলাকা থেকে ছয় মাস বয়সী শিশুকে নিয়ে এসেছেন শাহিন আলম। তিনি বলেন, গত তিনদিন শ্বাসকষ্ট ও ডায়রিয়া সমস্যায় ভুগছে তার শিশুটি। পরিবারের প্রথম সন্তান তাই চরম দুঃশ্চিন্তার মধ্যে আছেন তিনি।

শর্শদি থেকে আসা মঞ্জুরা বেগমের মেয়ের বয়স দেড় মাস। দুই দিন হলো ঠান্ডা ও কাশির সমস্যায় ভুগছে শিশুটি। তিনি বলেন, ‘সন্তানের চিন্তায় রাতে ঘুমাতে পারি না। তাই হাসপাতালে নিয়ে এসেছি।’

ফাহমিদা জানান, শীতে ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছে শিশুরা। তার দুই ছেলে নিয়ে বেডে জায়গা না পেয়ে মেঝেতে এক বিছানায় চিকিৎসা দিচ্ছে। তাদের মতো অনেকেই দূর-দুরান্ত থেকে তাদের প্রিয় সন্তানকে নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।

তবে শিশুদের এমন সমস্যা নিয়ে আতঙ্কিত না হবার পরামর্শ দিয়ে ডা. আসিফ ইকবাল বলেন, আমরা রোগীর স্বজনদের পরামর্শ দিচ্ছি শিশুদের প্রতি আরও বেশি যত্নবান হতে। বিশেষ করে গরম কাপড় পরানো, উষ্ণ গরম পানি পান করাতে, শিশুদের বেশি বেশি বুকের দুধ খাওয়াতে বলছি।

ফেনীর সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন জানান, শীতের কারণে শিশু রোগীর চাপ বেড়েছে। তবে আতঙ্কের কারণ নেই, সময়মত বাচ্চাদের যত্ন ও চিকিৎসকের পরামর্শ নিলেই সুস্থ হবে শিশুরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

১০

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

১১

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

১২

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১৩

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৪

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৫

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১৬

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১৭

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১৮

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১৯

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

২০
X