আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়া ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের প্রতিক্রিয়া

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি : সংগৃহীত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদে ৩৬ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়ে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নাম নেই। তিনি ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। নতুন মন্ত্রিসভায় জায়গা না পেয়ে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তার অভিভাবক। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন তা তার মঙ্গলের জন্য নেবেন বলে বিশ্বাস করেন সাইফুজ্জামান।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা। প্রধানমন্ত্রী আমাকে একবার ভূমি প্রতিমন্ত্রী করেছেন, এরপর পূর্ণ মন্ত্রী করেছেন। এতে আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রী আমার অভিভাবক, তিনি যা সিদ্ধান্ত নেবেন আমার মঙ্গলের জন্য নেবেন।

তিনি আরও বলেন, আগে মন্ত্রী ছিলাম, এলাকার মানুষকে সপ্তাহে দুই দিন সময় দিতাম। এখন প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার এলাকার মানুষের সঙ্গে সময় কাটাব। রাজনীতি করি মানুষের ভালোবাসার জন্য। আমি বঙ্গবন্ধু ও আমার মরহুম বাবা বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর আদর্শে উজ্জীবীত হয়ে রাজনীতিতে এসেছি। বাবা শিখিয়ে গেছেন কীভাবে মানুষের পাশে থেকে সেবা করতে হয়, আমার কাছে মন্ত্রী এমপির চেয়ে আমার এলাকার মানুষ বড়। আমার জীবন আমি এলাকার মানুষের জন্য উৎসর্গ করলাম।

এদিকে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মন্ত্রী তালিকা থেকে বাদ পড়ার ঘটনায় এলাকায় আলোচনা চলছে। এ বিষয়ে বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, বিগত পাঁচ বছরে ভূমিমন্ত্রীর সহযোগিতায় গ্রামীণ সড়ক ও পারকি সৈকতের ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। একজন মন্ত্রী হিসেবে নন, তিনি আনোয়ারা কর্ণফুলীকে নিজের বাড়ি মনে করতেন। তার এই কাজে তিনি মানুষের মধ্যে আজীবন বেঁচে থাকবেন।

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী বলেন, তিনি মন্ত্রী হওয়ার পরও প্রতি সপ্তাহে দুই দিন এলাকায় সময় দিতেন। দলবল নির্বিশেষে মানুষের পাশে থাকতেন। গ্রামের যে কোনো মানুষ তার সঙ্গে সরাসরি ও মুঠোফোনে কথা বলতে পারতেন। নতুন মন্ত্রী পরিষদের তালিকায় তার নাম না দেখে আমরা হতাশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

১০

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

১১

স্বাধীনতাবিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত : আমিনুল হক

১২

ঢাকায় উদযাপিত হলো রাশিয়ান পতাকা দিবস

১৩

একাদশে ভর্তিতে কোনো শিক্ষার্থী পায়নি ৩৭৮ কলেজ

১৪

৫০ হাজারে শ্লীলতাহানির রফাদফা করলেন সভাপতি-প্রধান শিক্ষক

১৫

কে বেশি টাকা দেয়, ফেসবুক নাকি ইউটিউব

১৬

অর্ধ বিলিয়ন জরিমানা থেকে রেহাই পেলেন ট্রাম্প

১৭

মিথ্যা প্রচারণার বিরুদ্ধে থানায় জিডি মহানগর বিএনপি নেতা কফিল উদ্দিনের

১৮

চাকরির নামে প্রতারণা, আমেরিকা প্রবাসী আটক 

১৯

শর্ত না মানলে ধ্বংস হবে গাজা সিটি : ইসরায়েল

২০
X