ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। তার নাম লাল মিয়া (৫০)। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে ওই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ময়মনসিংহগামী সিএনজিচালিত অটোরিকশাটি অন্য যানকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। এ সময় পেছনে থাকা যাত্রী লাল মিয়া ছিটকে পরে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও একজন আহত হলে তাকে হাসপাতালে পাঠানো হয়।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। ভরাডোবা হাইওয়ে পুলিশের এসআই বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন