চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউপির হরিনগর গ্রাম থেকে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১১ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- একই উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের তাজিমুল হকের ছেলে সোহেল রানা (২০), সদর উপজেলার পেয়ারাপুর মহল্লার আবুল কাশেমের ছেলে রহমত আলী (১৯), ফারুক ইসলামের ছেলে ইসমাইল হোসেন (২০) ও আবু বাক্কারের ছেলে মহিম ইসলাম (১৯)।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হরিনগর গ্রামে অভিযান চালায় র্যাব। এ সময় একটি নির্মাণাধীন ঘর থেকে মাদক সেবনরত অবস্থায় রহমত আলী, ইসমাইল হোসেন, মহিম ইসলাম ও সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, কলকি, গ্যাস লাইট উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
মন্তব্য করুন