গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের সাত মহিলা সদস্যকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ জানুযারি) দুপুরে গোপালগঞ্জেের সিভিল সার্জন মো. জিল্লুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযােনে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইশতিয়াক আহমেদ গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আসা শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনিস্টক সেন্টারে দালাল চক্রের সদস্যদের চিহ্নিত করে ৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়। দালাল চক্রের সদস্যরা হলো- সুস্মিতা মন্ডল, নির্মলা মাঝি, সীমা রায়। এ ছাড়াও সোনিয়া বেগম, বেবি মন্ডল ও কাজলী বেগমকে পৃথকভাবে ২ হাজার টাকা জরিমানা এবং ১৫ দিনের জেল দেওয়া হয়।
অপর দিকে, নিউ শিকদার ডায়াগনস্টিক সেন্টার, সিকদার অথিন ডায়াগনস্টিক ও আল রাজী ডায়াগনস্টিককে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ বিষয়ে গোপালগঞ্জের সিভিল সার্জন মো. জিল্লুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। কাগজপত্রবিহীন বা অবৈধ কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক গোপালগঞ্জে পরিচালনা করতে দেওয়া হবে না।
মন্তব্য করুন