শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

চবিতে নিয়োগ বোর্ড থেকে শিক্ষক পদত্যাগের ঘটনায় ধূম্রজাল

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের প্রভাষক নিয়োগ বোর্ড নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শিক্ষকদের দুই পক্ষ পরস্পরকে দায়ী করেছেন। একটি পক্ষ বলছেন, স্ত্রীকে নিয়োগ পরীক্ষার সাক্ষাৎকারে না ডাকায় নিয়োগ বোর্ড থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক কুন্তল বড়ুয়া। অন্যদিকে কুন্তল বড়ুয়ার দাবি, নিয়োগের ক্ষেত্রে অনিয়মের শঙ্কায় নিয়োগ বোর্ডের কার্যক্রম থেকে নিজেকে বিরত রেখেছেন তিনি।

রোববার (২১ জানুয়ারি) সকালে অধ্যাপক কুন্তল বড়ুয়া পদত্যাগ করে চিঠি দেন। আরেক সদস্য অধ্যাপক আনোয়ার সাঈদ পলাশও অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

অভিযোগ উঠেছে, পরিকল্পনা কমিটির সদস্যরা চাপের মুখে বিশেষ বিবেচনায় কুন্তল বড়ুয়ার স্ত্রী সোমা বড়ুয়াকে সাক্ষাৎকারে ডাকতে কমিটি সুপারিশ করে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগ নীতিমালা অনুযায়ী নৃত্যকলা বিষয়টি বিজ্ঞাপনে অন্তর্ভুক্ত না থাকায় শিক্ষক সেল থেকে কুন্তল বড়ুয়ার স্ত্রী সোমা বড়ুয়াকে সাক্ষাৎকারে ডাকা হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপরও নানাভাবে একটি পক্ষ সোমা বড়ুয়াকে সাক্ষাৎকারে ডাকার চিঠি দিতে চাপ দিচ্ছিলেন বলে জানা গেছে। কিন্তু বিভাগীয় পরিকল্পনা কমিটি নীতিমালাবহির্ভূত সুপারিশ করলেও সেটি বাস্তবায়ন না করতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত রয়েছে।

এর আগে গত ১১ জানুয়ারি এ বিভাগে প্রভাষক পদে নিয়োগ দিতে বোর্ড সভা আহ্বান করা হয়। কিন্তু নিজের স্ত্রীর ভাইভা কার্ড ইস্যু না হওয়ায় দুই দিন আগে কুন্তল বড়ুয়া এ নিয়োগ বোর্ডে উপস্থিত হতে অপারগতা প্রকাশ করেন। পরে এ বোর্ড স্থগিত করা হয়। পরবর্তী দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল ২১ জানুয়ারি। রোববার সকালে অধ্যাপক কুন্তল বড়ুয়া পদত্যাগ করে চিঠি দেন।

এ বিষয়ে জানতে রোববার বিকেলে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, বিভাগের পরিকল্পনা কমিটির দুই দফা সুপারিশ করেছে নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগ দিতে। সে অনুযায়ী সার্কুলার হয়েছে। নিয়ম অনুযায়ী বোর্ডও বসেছে। কোরাম পূর্ণ করতে না দিতে কেউ পদত্যাগ করেছেন বলে শুনেছি। কিন্তু তবুও কোরাম পূর্ণ হয়েছে। আমরা রেজিস্ট্রার ও শিক্ষক সেলের কাছ থেকে নিয়মের বিষয়টি স্পষ্ট করে জেনে নিয়ে বোর্ডের নিয়ম অনুসারে কাজ সম্পন্ন করেছি। নিয়মের ব্যত্যয় হয়নি।

এ বিষয়ে নাট্যকলা বিভাগের অধ্যাপক ও প্রভাষক নিয়োগ বোর্ডের সদস্য কুন্তল বড়ুয়া কালবেলাকে বলেন, আমি পদত্যাগ করিনি, এ বোর্ড থেকে নিজেকে বিরত থেকেছি। আমার আশঙ্কা যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে পূর্বনির্ধারিত প্রার্থীদের নিয়োগের পাঁয়তারা চলছে। তাই আমি নিজেকে বিরত রেখেছি। আমার স্ত্রীকে নিয়ে যে কথা হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১০

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১১

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১২

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৩

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৪

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৫

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১৬

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১৭

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৮

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৯

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

২০
X