সপ্তম দিনে পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনী গন্ধা উদ্ধারে হামজা, রুস্তম ও প্রত্যয়ের সাথে যুক্ত আছে আধুনিক ঝিনাই জাহাজ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই উদ্ধার অভিযানে নেমেছে উদ্ধারকারীরা। বিআইডব্লিউটিএ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের তিনটি টিম উদ্ধার কাজ পরিচালনা করছে। নদীর মধ্যে উদ্ধার অভিযান পরিচালনায় আধুনিক ঝিনাই জাহাজ আরেকটি ট্রাক শনাক্ত করেছে এবং ট্রাকটি উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী জাহাজ রুস্তম।
এর আগে ৪টি ট্রাক উদ্ধার করা হয় এবং সোমবার দুপুরের পর একটি ট্রাক ও সন্ধ্যার পর আরেকটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মোট ৬টি ট্রাক নদী থেকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাটুরিয়া ঘাট নৌ পুলিশের ইনচার্জ মো. মিজানুর রহমান কালবেলাকে জানান, এখন পর্যন্ত ৬টি ট্রাক নদী থেকে উদ্ধার করা হয়েছে। শুনেছি আরেকটি ট্রাক শনাক্ত করা হয়েছে সেটিও উদ্ধারে নেমেছে উদ্ধারকারীরা। ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরির সহকারী চালক হুমায়ুন কবিরের মরদেহ গতকাল বিকেলের দিকে পাটুরিয়া ঘাটের প্রায় ১৩ কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়। নিখোঁজের লাশ গতকালই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক, মো. আ. হামিদ মিয়া কালবেলাকে জানান, ইতোমধ্যে মোট ৬টা ট্রাক নদী থেকে উদ্ধার করা হয়েছে। পানির মধ্যে আরেকটি ট্রাক শনাক্ত করেছে আধুনিক ঝিনাই জাহাজ। ট্রাকটি উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। কিছুক্ষণের মধ্যেই ট্রাকটি উদ্ধার করা যাবে এবং নদীর পাড়ে তোলা হবে।
মন্তব্য করুন