রাজবাড়ীতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আধাঘণ্টার মধ্যেই শহিদুল বিশ্বাস (৪৩) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে।
নিহতের ভাই রেজাউল বিশ্বাস কালবেলাকে জানান, একটি চেকের মামলায় শহিদুল বিশ্বাসের এক বছরের সাজা হয়। ৮ মাস ধরে সে কারাগারে রয়েছে। মঙ্গলবার সকালে কারাগার থেকে বাড়িতে ফোন দেয় যে ভাই অসুস্থ হয়ে হাসপাতালে। এখন এসে দেখি ভাই আর নেই।
এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক পাটোয়ারী কালবেলাকে জানান, সকাল সোয়া ৬টার দিকে বুকে ব্যথা নিয়ে শহিদুল বিশ্বাসকে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। চিকিৎসা চলাকালীন পৌনে ৭টার দিকে তার মৃত্যু হয়।
রাজবাড়ীর জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম কালবেলাকে জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে শহিদুল বিশ্বাসকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন