কুমিল্লার মেঘনা নদীতে থানা পুলিশের এক অভিযানে চাঁদাবাজিকালে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলো- মহিউদ্দিন (৪৫), মো. ইসমাইল হোসেন (২২) ও ওমর ফারুক (৩৭)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছে চাঁদাবাজির নগদ ৪ হাজার ৩শ টাকা জব্দ করা হয়। এই আসামিরাসহ আরও কয়েকজন দীর্ঘদিন যাবৎ মেঘনা নদীতে চলাচলরত মাছ ধরার নৌকা, মালামাল পরিবহন নৌকা, স্টিমার এবং ইট-বালু বহনকারী নৌযান থেকে বিভিন্ন পয়েন্টে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।
এ বিষয়ে মেঘনা থানার মামলা হয়েছে বলেও জানায় পুলিশ।
মন্তব্য করুন