প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে মনকান্দিয়া বাজার ভায়া গুতুরা বাজার গোরস্থান মোড়ের মেইন রোড পর্যন্ত সড়কের সংস্কারকাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার (২৪ জানুয়ারি) ওই সড়কের কাজ বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী।
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পোগলা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে মনকান্দিয়া ভায়া গুতুরা বাজার গোরস্থান মোড় মেইন রোড পর্যন্ত সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় এলজিইডি। প্রায় দুই কিলোমিটার রাস্তার সংস্কার কাজে ব্যয় ধরা হয় ১ কোটি ৪৪ লাখ টাকা। কাজটি পায় ময়মনসিংহ সদরের মোহিবুল এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তিপত্র অনুযায়ী রাস্তার কাজ শুরু করে প্রতিষ্ঠানটি।
বুধবার দুপুরে সরেজমিন চন্দারকান্দি এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার ময়লা পরিষ্কার না করে নিম্ন মানের সামগ্রী দিয়ে কার্পেটিং করা হয়েছে। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে রাস্তার কিছু অংশ হাত দিয়ে টেনে কার্পেটিং তুলে বিক্ষোভ শুরু করেন। পরে খবর পেয়ে উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী সড়কের কাজ বন্ধ করে দেন।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার কাজ শুরু হওয়া থেকেই নিম্ন মানের সামগ্রী ব্যবহার করছে টিকাদারি প্রতিষ্ঠান। ঢিলেঢালা করে দায়সারা কাজ করছে তারা। ঠিকমতো রাস্তার দুপাশে মাটি না ফেলে কাজ করেছে। ইটের খোয়া ফেলানোর পর দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। পরে আবারও কাজ শুরু করলে রাস্তা পরিষ্কার না করেই কার্পেটিং কাজ চালিয়ে যায়।
উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী বলেন, ঠিকাদার চুক্তিপত্র অনুযায়ী রাস্তার সংস্কারকাজ না করায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। একাধিকবার বলার পরও ঠিকাদার কথা শোনেনি।
এ বিষয়ে ঠিকাদার মোহিবুল হকের মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
মন্তব্য করুন