কক্সবাজারের পেকুয়ার আবু তালেব (৪০) নামের এক ব্যক্তিকে মেয়ে দেখানোর কথা বলে ঘটক সেজে চকরিয়ায় অপহরণ করে এক প্রতারকচক্র। অপহরণের ৪৮ ঘণ্টা পর আগুনে ঝলসানো শরীর নিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১ টার দিকে চকরিয়া উপজেলার বেতুয়া বাজার ওভারব্রীজের নিচ থেকে ৮-১০ জনের দুবৃর্ত্ত তাকে সিএনজিতে তুলে কৈয়ারবিল ইউনিয়নে নিয়ে যায়। অপহৃত ব্যক্তি পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার মৃত রহিম দাদের ছেলে।
এ দিকে তার পরিবারের সদস্যরা তার খোঁজ না পেয়ে পেকুয়া থানায় অভিযোগ করেন। পেকুয়া থানা চকরিয়া থানাকে দায়িত্ব প্রদান করেন। থানা পুলিশের অভিযান টের পেয়ে অপহরণের ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টায় রামপুর এলাকায় রাস্তার মধ্যে অজ্ঞান অবস্থায় তাকে ফেলে চলে যায় অপহরণকারীরা।
অপহৃত ব্যক্তি আবু তালেব জানান, মঙ্গলবার দুপুর ১ টার দিকে চকরিয়া উপজেলার বেতুয়া বাজার ওভারব্রীজের নীচ থেকে ৮-১০ জনের দুবৃর্ত্ত আমাকে সিএনজিতে তুলে কৈয়ারবিল ইউনিয়নে নিয়ে যায়। অপহরণকারী ওই ব্যক্তি ঘটকের কাজ করে। অপহরণকারীরা আমাদেরকে একটা বউ দেখানোর কথা বলে বউয়ের বাড়ি ঘর দেখে আসতে বলে সিএনজিতে করে তুলে নিয়ে যায়। নিয়ে গিয়ে কৈয়ারবিল ইউনিয়নের একটি ঘরের বাথরুমে বেঁধে রাখে। লাঠিসোটা ও লোহার রড নিয়ে নির্যাতন করে আমাকে। এমনকি বৈদ্যুতিক আয়রন দিয়ে পিঠ ঝলসে ফেলে। অপহরণকারীরা আমার পরিবারের কাছে ফোন দিয়ে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
আমাকে গুরুতর আহত অবস্থায় এনে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি মোহাম্মদ আলী জানান, লিখিত এজাহার দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন