আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

হাওয়াই মিঠাই বিক্রি করেই জ্বলে আসাদুলের চুলা

হাওয়াই মিঠাই নিয়ে ক্রেতার অপেক্ষায় আসাদুল ইসলাম। ছবি : কালবেলা
হাওয়াই মিঠাই নিয়ে ক্রেতার অপেক্ষায় আসাদুল ইসলাম। ছবি : কালবেলা

দুই হাতে ভার বহনকারী কাঠের তৈরি একটি যন্ত্র। এর এক প্রান্তে সামান্য ওজনের প্রায় ১০০টি হাওয়াই মিঠাই একটি সরু তার দিয়ে ভারবহনকারী কাঠের সঙ্গে আটকানো। অপর প্রান্তে কম ওজনের চুল সংগ্রহ করার একটি লাল বর্ণের থলে নিয়ে ক্রেতার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন আসাদুল ইসলাম। তবে চমৎকার বিষয় হচ্ছে বাড়িতে অপ্রয়োজনে গুঁজে রাখা একমুঠো চুলের বিনিময়ে ১ বা ২ প্যাকেট হাওয়াই মিঠাই দেন তিনি।

শিশুদের অতি প্রিয় এ মিঠাই এখন খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিয়মিত বিক্রি করছেন আসাদুল। যেখানেই প্রাথমিক ও মাধ্যমিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এলাকা, গ্রামে গ্রামে বা কোনো মেলা উৎসব, সভা হয় সেখানেই চমকপ্রদ হাওয়াই মিঠাই নিয়ে হাজির হন আসাদুল।

ওই হাওয়ায় মিঠাই বিক্রেতার বাড়ি কুমিল্লা শহরের পাশেই। আসাদুল তার সঙ্গে ৬ জন সহকর্মী হাওয়াই মিঠাই বানানো একটি মেশিন নিয়ে মাটিরাঙ্গায় থাকেন। গত বছর এসএসসি পাশ করে কোনো কাজকর্ম জোটাতে না পেরে হাওয়াই মিঠাই বিক্রি করার সিদ্ধান্ত নেন। প্রতিদিন গড়ে এক হাজার টাকা বিক্রি করা যায়। যার ৮০ শতাংশই লাভ হয় বলে জানান আসাদুল। মাস শেষে ব্যক্তিগত প্রয়োজন মিটিয়ে বাড়িতে টাকা পাঠায়। তার পাঠানো টাকা দিয়ে তার পরিবারের ব্যয় নির্বাহ হয়। বাড়িতে তার বৃদ্ধ মা-বাবাসহ চার ভাইবোন রয়েছেন।

হাওয়াই মিঠাই একপ্রকার মিষ্টিজাতীয় খাদ্য। এটি মুখে দিলে দ্রুত মিলিয়ে যায় বলে এর নাম হাওয়াই মিঠাই। দেখতে এক টুকরো গোলাপি রং, যা যেন মিশে আছে একটি পকেটের ভেতর। শিশুরা সবচেয়ে বেশি পছন্দ করে এটি। তবে অনেক সময় বড়দেরকেও শখ করে এটি খেতে দেখা যায়। চিনিকে তাপ দিয়ে গলিয়ে তা একটি হাতে ঘোরানো জাঁতায় পিষে অল্প সময়ে তৈরি করা হয় হাওয়াই মিঠাই। শহর-গ্রামে সবখানেই মেলা বসলেই দেখা মেলে হাওয়াই মিঠাইয়ের।

আসাদুল জানান, গ্রামে ঘুরে ঘুরে হাওয়াই মিঠা বিক্রি করা এক অন্যরকম অনুভূতি। আমার কাছে ভালোই লাগে। যা আয় হয় তা দিয়ে কোনোমতে নিজের ও সংসারের ব্যয় মিটে যায়।

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, ফেরিওয়ালা হাওয়াই মিঠাই বিক্রি করতে আসলে আমি ছুটে যাই। একেকটা হাওয়াই মিঠাই ১০ টাকা করে। আমি একসঙ্গে একটার বেশি খাই না। তবে খেতে খুব মজা পাই।

নাতির জন্য হাওয়াই মিঠাই ক্রয় করতে আসা আব্দুর রহিম বলেন, হাওয়াই মিঠাইয়ে পেট না ভরলেও মুখের স্বাদ মিটে। দামে সস্তা হওয়ায় আমরা ছোটবেলায় প্রচুর খেতাম। এখন আর খাওয়া হয় না। তবে আমি খাইনা বলে যে ক্রয় করি না, তা কিন্তু নয়, আমার এই নাতির জন্য হাওয়াই মিঠাই কিনতে আসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুমার দিন যে সময়ে দোয়া করলে আল্লাহ মনের চাহিদা পূরণ করেন

শেরপুরে স্কুল মাঠে মেলার আয়োজন, ক্ষোভে ফুঁসছেন তরুণরা 

অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ উদ্যোক্তা

ভিক্ষুকের ঘরে ২ বস্তা টাকা, গুনতে লাগল ৫ ঘণ্টা 

১০ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে 

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গাজা চুক্তিকে ইরান হামলার সঙ্গে যুক্ত করলেন ট্রাম্প

১০ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১০

নোয়াখালী বিভাগ চেয়ে ইতালিতে প্রবাসীদের স্মারকলিপি

১১

কাবুলে বিস্ফোরণ, ক্ষয়ক্ষতি নিয়ে যা বললেন জবিউল্লাহ মুজাহিদ

১২

‘ওলামা-মাশায়েখদের ত্যাগ-কোরবানি স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

১৩

যুদ্ধবিরতিতে গাজার ঘরে ঘরে আনন্দ, রাস্তায় মিছিল

১৪

সচেতন হলে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ সম্ভব : চসিক মেয়র

১৫

২০ মাসে মামলার রায়, স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

১৬

ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য : গয়েশ্বর

১৭

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন প্রবাসী

১৮

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

১৯

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

২০
X