আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

হাওয়াই মিঠাই বিক্রি করেই জ্বলে আসাদুলের চুলা

হাওয়াই মিঠাই নিয়ে ক্রেতার অপেক্ষায় আসাদুল ইসলাম। ছবি : কালবেলা
হাওয়াই মিঠাই নিয়ে ক্রেতার অপেক্ষায় আসাদুল ইসলাম। ছবি : কালবেলা

দুই হাতে ভার বহনকারী কাঠের তৈরি একটি যন্ত্র। এর এক প্রান্তে সামান্য ওজনের প্রায় ১০০টি হাওয়াই মিঠাই একটি সরু তার দিয়ে ভারবহনকারী কাঠের সঙ্গে আটকানো। অপর প্রান্তে কম ওজনের চুল সংগ্রহ করার একটি লাল বর্ণের থলে নিয়ে ক্রেতার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন আসাদুল ইসলাম। তবে চমৎকার বিষয় হচ্ছে বাড়িতে অপ্রয়োজনে গুঁজে রাখা একমুঠো চুলের বিনিময়ে ১ বা ২ প্যাকেট হাওয়াই মিঠাই দেন তিনি।

শিশুদের অতি প্রিয় এ মিঠাই এখন খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিয়মিত বিক্রি করছেন আসাদুল। যেখানেই প্রাথমিক ও মাধ্যমিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এলাকা, গ্রামে গ্রামে বা কোনো মেলা উৎসব, সভা হয় সেখানেই চমকপ্রদ হাওয়াই মিঠাই নিয়ে হাজির হন আসাদুল।

ওই হাওয়ায় মিঠাই বিক্রেতার বাড়ি কুমিল্লা শহরের পাশেই। আসাদুল তার সঙ্গে ৬ জন সহকর্মী হাওয়াই মিঠাই বানানো একটি মেশিন নিয়ে মাটিরাঙ্গায় থাকেন। গত বছর এসএসসি পাশ করে কোনো কাজকর্ম জোটাতে না পেরে হাওয়াই মিঠাই বিক্রি করার সিদ্ধান্ত নেন। প্রতিদিন গড়ে এক হাজার টাকা বিক্রি করা যায়। যার ৮০ শতাংশই লাভ হয় বলে জানান আসাদুল। মাস শেষে ব্যক্তিগত প্রয়োজন মিটিয়ে বাড়িতে টাকা পাঠায়। তার পাঠানো টাকা দিয়ে তার পরিবারের ব্যয় নির্বাহ হয়। বাড়িতে তার বৃদ্ধ মা-বাবাসহ চার ভাইবোন রয়েছেন।

হাওয়াই মিঠাই একপ্রকার মিষ্টিজাতীয় খাদ্য। এটি মুখে দিলে দ্রুত মিলিয়ে যায় বলে এর নাম হাওয়াই মিঠাই। দেখতে এক টুকরো গোলাপি রং, যা যেন মিশে আছে একটি পকেটের ভেতর। শিশুরা সবচেয়ে বেশি পছন্দ করে এটি। তবে অনেক সময় বড়দেরকেও শখ করে এটি খেতে দেখা যায়। চিনিকে তাপ দিয়ে গলিয়ে তা একটি হাতে ঘোরানো জাঁতায় পিষে অল্প সময়ে তৈরি করা হয় হাওয়াই মিঠাই। শহর-গ্রামে সবখানেই মেলা বসলেই দেখা মেলে হাওয়াই মিঠাইয়ের।

আসাদুল জানান, গ্রামে ঘুরে ঘুরে হাওয়াই মিঠা বিক্রি করা এক অন্যরকম অনুভূতি। আমার কাছে ভালোই লাগে। যা আয় হয় তা দিয়ে কোনোমতে নিজের ও সংসারের ব্যয় মিটে যায়।

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, ফেরিওয়ালা হাওয়াই মিঠাই বিক্রি করতে আসলে আমি ছুটে যাই। একেকটা হাওয়াই মিঠাই ১০ টাকা করে। আমি একসঙ্গে একটার বেশি খাই না। তবে খেতে খুব মজা পাই।

নাতির জন্য হাওয়াই মিঠাই ক্রয় করতে আসা আব্দুর রহিম বলেন, হাওয়াই মিঠাইয়ে পেট না ভরলেও মুখের স্বাদ মিটে। দামে সস্তা হওয়ায় আমরা ছোটবেলায় প্রচুর খেতাম। এখন আর খাওয়া হয় না। তবে আমি খাইনা বলে যে ক্রয় করি না, তা কিন্তু নয়, আমার এই নাতির জন্য হাওয়াই মিঠাই কিনতে আসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিঃশব্দে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? জানুন ৫ লক্ষণ

মানবতাবিরোধী অপরাধ হলে বিডিআর হত্যাকাণ্ডের বিচার ট্রাইব্যুনালে হবে : চিফ প্রসিকিউটর

আমরণ অনশনে বসলেন এনসিপি নেতা জাহাঙ্গীর

ডা. জাহিদের বক্তব্য ছাড়া খালেদা জিয়ার সংবাদ প্রকাশ না করার আহ্বান

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ বাংলাদেশ

যুবলীগ নেতার কয়েক কোটি টাকার সম্পদ ক্রোক করল দুদক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন কার্যক্রম স্থগিত

মেট্রোরেল-এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের চুক্তি স্বাক্ষর

আগুনে পুড়ে যাওয়া কড়াইলবাসীর পাশে দাঁড়াল দেশবন্ধু গ্রুপ

১০

যে ৪ ধরনের মানুষের জন্য চিয়া সিড বিপজ্জনক

১১

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

১২

শরীয়তপুরে প্রথম নারী পুলিশ সুপার রওনক জাহান

১৩

বাবা বেঁচে আছে কিনা জানি না, ইমরান খানের ছেলে

১৪

যারা ভোট দিতে পারবেন না, জানালেন ইসি সচিব

১৫

মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন

১৬

চকবাজারে আবাসিক ভবনে আগুন

১৭

খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান জামায়াতের

১৮

গোসল করতে নেমে প্রাণ গেল তামিমের

১৯

চলন্ত যানবাহনে নামাজ আদায় করার সঠিক নিয়ম

২০
X