দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নুরুল হুদা লিটন (৩৪) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আফ্রিকান প্রবাসী নুরুল হুদা লিটনের ছোট ভাই নুরুল আলম মিঠুনের বরাত দিয়ে চাচাতো ভাই মনির হোসেন সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন। তার মরদেহ দেশে নেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ছোট ভাই নুরুল আলম মিঠুন।
তিনি ফেনীর দাগনভূঁঞা উপজেলার জগতপুর গ্রামের এবাদুল হকের ছেলে।
নুরুল হুদার জেঠাতো ভাই মনির হোসেন সবুজ জানান, দক্ষিণ আফ্রিকার জোহান্সেবার্গ হিলব্রু এলাকায় ব্যবসা করতেন নুরুল হুদা। সেখানে তার দুটি দোকান ছিল। একটিতে নিজে এবং অপরটিতে ছোট ভাই দেখাশোনা করতেন। গত কিছুদিন থেকে সেখানে অবস্থিত এক বাংলাদেশির সঙ্গে তার ব্যবসায়িক টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে দোকানের সামনের সড়কে একা পেয়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
ফেনীর দাগনভূঁঞা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন জানান, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার খবর জানার পর নুরুল হুদা লিটনের বাড়িতে শোকের মাতম শুরু হয়েছে। তার বৃদ্ধ বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিনি ছেলের মরদেহ দেশে আনার আঁকুতি জানিয়েছেন।
তিনি আরও জানান, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত তার স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন