পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:২৪ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় আজ ৫ বছরের সর্বনিম্ন তাপমাত্রা

তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। ছবি : কালবেলা
তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। ছবি : কালবেলা

তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। রোববার (২৮ জানুয়ারি) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা গতকাল থেকে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কম। এ তাপমাত্রা গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন।তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে হাড় কাঁপানো শীত, উত্তরের হিম হাওয়া ও কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো জনপদ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কয়েক দিন ধরে তাপমাত্রা ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। মৌসুমের সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে সাধারণ জনজীবন পড়েছে বিপর্যয়ে। এর আগে শনিবার (২৭ জানুয়ারি) এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

প্রায় গত ৫ দিন ধরে হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু এ অঞ্চলের জনজীবন। ঘন কুয়াশা ও হিম বাতাসের কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। তীব্র শীতের কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না অনেকেই। অন্যদিকে জীবিকার তাগিদে যারা বাইরে বের হচ্ছেন তারা সবচেয়ে বেকায়দায় পড়েছেন।

কৃষিকাজে নিযুক্ত শ্রমিকরা কনকনে ঠান্ডায় কাজ করতে পারছেন না। শীতার্ত ও ছিন্নমূল মানুষ শীতের তীব্রতা থেকে বাঁচতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে আগুনের তাপ নেওয়ার চেষ্টা করছেন।

এদিকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে পঞ্চগড়ের পথঘাট। সড়কগুলোতে যানবাহন চলাচল অনেক কম। যেসব যানবাহন চলছে সেগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। স্বাস্থ্য বিভাগের জেলা অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় পঞ্চগড় সদরসহ বিভিন্ন উপজেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর চাপ বাড়ছে। এদের মধ্যে বেশিরভাগ শিশু ও বয়স্ক। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা আরও সতর্কতার সঙ্গে জীবনযাপনের পরামর্শ দিচ্ছেন। কোনোভাবেই যেন শিশুদের ঠান্ডা না লাগে সে ব্যাপারেও সতর্ক করছেন তারা।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত কয়েক দিন ধরে বেশ ঠান্ডা পড়েছে। আজ রোববার (২৮ জানুয়ারি) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার (২৭ জানুয়ারি) এ তাপমাত্রা ছিল ৭.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার যে প্রকৃতি তাতে সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমে যেতে পারে।

প্রসঙ্গত, শীত মৌসুমে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা প্রায়ই অনেক কমে যায়। এর আগে ২০১৮ সালের ৮ জানুয়ারিতে তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রার ৫০ বছরের রেকর্ড ভেঙেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুপ্তচরবৃত্তি ঠেকাতে নজিরবিহীন আইন করল রাশিয়া

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দিলে গলার কাঁটা হয়ে দাঁড়াবে : ১২ দলীয় জোট

যুবদল নেতা কিবরিয়াকে কারা হত্যা করেছে, জানাল র‌্যাব

আদালতে পিবিআইর চার্জশিট, আত্মহত্যা করেছিলেন দুদকের পিপি নওরোজ

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৬ জনের

ফোবানা বৃত্তি পেলেন নূর নবীসহ জবির পাঁচ শিক্ষার্থী

পৌরসভার সার্ভেয়ারের ঘুষিতে প্রাণ গেল ট্রাকচালকের

পুত্রসন্তানকে প্রকাশ্যে আনলেন পরিণীতি-রাঘব

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

১০

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

১২

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

১৩

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

১৪

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

১৬

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৭

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

১৮

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

১৯

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

২০
X