নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাঙ্গারী দোকানে জামাল নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় ফতুল্লার চাষাঢ়া রেলস্টেশনের সামনে আল আমিনের ভাঙ্গারী দোকানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় হৃদয়, জাহাঙ্গীর, খালেক খা ও জুয়েল নামে চারজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জামাল বিভিন্ন এলাকায় ঘুরে ভাঙ্গারী কুড়ায় এবং আল আমিনের দোকানে বিক্রি করে। রাতে তারা এক সঙ্গে জুতার আঠা পলিথিন ব্যাগে ভরে ডান্ডি সেবন করে। পরে সবাই এক সঙ্গে দোকানেই ঘুমিয়ে যায়। হঠাৎ একজন দেখতে পায় জামাল বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে কম্বল দিয়ে ঢেকে রেখে মরদেহ লুকিয়ে আবারও নেশা করে তারা। এ সময় বিষয়টি আশপাশের লোকজনকে দেখে ফেলে। পরে পুলিশ খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, নিহত কিশোরের বাবা-মায়ের নাম ও পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
মন্তব্য করুন