দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, কারাবন্দিদের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে কালো পতাকা মিছিল করেছে নরসিংদী জেলা বিএনপি।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির চিনিশপুরস্থ অস্থায়ী কার্যালয়ে ভেতর থেকে মিছিলটি বের হওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়লে পরে কার্যালয়ের ভেতরেই মিছিলটি অবস্থান করে।
জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহির নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম গোলাম কবির কামাল, আকবর হোসেন, দীন মোহাম্মদ দীপু, খবিরুল ইসলাম বাবুল, আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, এই সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে। যার প্রমাণ ভোটের দিন দেশের মানুষ দিয়েছে। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশের মানুষ দুর্বার আন্দোলন করেই যাবে।
মন্তব্য করুন