দীর্ঘদিন ধরে ঢাকায় পালিয়ে থাকার পর সৎ মায়ের জানাজায় অংশ নিতে গ্রামের বাড়ি নেত্রকোনায় গিয়ে ধরা পড়েছেন প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি এসএম আব্দুল হাই (৬৫)।
শনিবার (৮ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার (৭ জুলাই) দুপুরে আসামি এসএম আব্দুল হাইকে গ্রেপ্তার করা হয়।
বারহাট্টা থানা পুলিশের ওসি খোকন কুমার সাহা সংবাদমাধ্যকে এ তথ্য জানান।
ওসি আরও জানান, চেকের মাধ্যমে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যান এসএম আব্দুল হাই। ২০২০ সালের এক প্রতারণা মামলায় আব্দুল হাইকে তিন মাসের সাজা দেন আদালত। অনাদায়ে এক লাখ টাকা জরিমানাও করা হয়। কিন্তু পরিবারসহ দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে আসছিলেন তিনি। শুক্রবার দুপুরে সৎ মায়ের জানাজায় অংশ নিতে গ্রামের বাড়িতে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশও ওই জানাজায় অংশ নেয় এবং জানাজা শেষে এসএম আব্দুল হাইকে গ্রেপ্তার করে।
মন্তব্য করুন