ঢাকার সাভারে ইউপি সদস্যের নেতৃত্বে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হামলা চালিয়ে লাইলী আক্তার (২৮) নামে এক গৃহবধূকে মারাত্মকভাবে আহত করার অভিযোগ উঠেছে।
বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ওই হামলার ঘটনা ঘটেছে বলে নিজে বাদী হয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারীর স্বামী বিল্লাল হোসেন।
অভিযুক্তরা হলেন মো. হাসান আলী (৩৭), মো. দেলোয়ার (৩৩), মো. মাসুদ করিম (৪০), মো. আব্দুর রহমান (২৮), মো. মাজাহারুল ইসলাম (৪২), নিজাম উদ্দিন (৪১), কেশব লাল নন্দী (৪৫), সাদেক হোসেন (৩২) ও মো. আলমগীর হোসেন (৪২)।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্বামী এসব তথ্য জানান।
তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে জমিজমা নিয়ে আমাদের বিরোধ চলছিল। এরই জের ধরে ৩১ জানুয়ারি সন্ধ্যায় অভিযুক্তরা আমার বাড়িতে হামলা চালায়। এসময় ঘরে থাকা আমার স্ত্রীকে উপর্যুপরি মারধর করতে থাকে এবং একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে তার মাথায় আঘাত করে। এসময় আমি তাকে বাঁচাতে গেলে আমাকেও মারধর করা হয়। পরে আমরা চিৎকার করলে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আমরা বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে কল করলে পুলিশের পক্ষ থেকে সেভাবে সহযোগিতা করা হয়নি। এরপর আমরা চিকিৎসা নিতে হাসপাতালে চলে গেলে হামলাকারীরা আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আমাদের জমিতে জোরপূর্বক প্রবেশ করে বাউন্ডারি ভাঙচুর করে এবং সেখানে একটি টিনের ঘর নির্মাণ করে। এখন আমি আমার পরিবারের নিরাপত্তা ও আমার দখল হওয়া জমি ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চাই।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন