ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২২ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে পাঠ্যবই বিক্রির অভিযোগে প্রধান শিক্ষককে শোকজ

ট্রাক ভার্তি সরকারি পাঠ্যবই। পুরোনো ছবি।
ট্রাক ভার্তি সরকারি পাঠ্যবই। পুরোনো ছবি।

বিনামূল্যে বিতরণ করা পাঠ্যবই কেজিদরে বিক্রি করায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার এক প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তি তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আযিম স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে উল্লখ করা হয়, বিনামূল্যে বিতরণকৃত সরকারি বই মজুদ না রেখে, কেন বিক্রি করা হলো তা তিন কার্যদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। তবে নোটিশ এখনো পাননি বলে জানিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম।

গত ১০ জানুয়ারি গোপনে বিক্রির জন্য পাঠানোর সময় মহল্লাদার মো. সোহেল মিয়া নামে এক ব্যক্তি স্থানীয়দের সহায়তায় সরকারি বইভর্তি একটি ট্রাক আটক করেন। উপজেলার মরিচবুনিয়া বাজারের উত্তর পাশের সড়ক থেকে ট্রাকটি আটক করা হয়। সেখান থেকে ২০২৩ সালের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪০০ কেজি বই উদ্ধার করা হয়েছে। গোপনে প্রধান শিক্ষক বই বিক্রি করতে পাঠাচ্ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। উদ্ধার করা বই প্রথমে পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদে জমা রাখা হয়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আযিম তার অফিসে বইগুলো নিয়ে যান।

ইউপি চেয়ারম্যান শিশির দাস জানান, মরিচবুনিয়া এলাকার মহল্লাদার মো. সোহেল স্থানীয় লোকজন নিয়ে সরকারি বইসহ একটি ট্রাক আটক করে তার পরিষদের নিয়ে আসেন। খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এখানে এসে সেই বই তার অফিসে নিয়ে যান।

প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম জানান, কারণ দর্শানো নোটিশ এখনও হাতে পাইনি। পেলে জবাব দেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আযিম জানান, সরকারি বই বিক্রি করার কোনো বিধান নেই। কেন বিক্রি করেছে তার জন্য প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন জানান, এ ঘটনায় প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত বীরশ্রেষ্ঠর প্রতি শ্রদ্ধা জানিয়ে ৭ দফা ইশতেহার ডাকসু প্রার্থীর

আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

আ.লীগ আমলের লুটপাটের খেসারত দিচ্ছেন ৫ ব্যাংকের গ্রাহকরা

খালি পেটে দুধ চা খাচ্ছেন? জেনে নিন পুষ্টিবিদের সতর্কবার্তা

ইরানের হামলায় ১২ দিনে ধ্বংস হলো ইসরায়েলের ২১টি স্থাপনা

ভারতে বসে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ

দিল্লিতে হাসিনার বাড়ির পাশেই সিআরআইয়ের কার্যালয়, মিলল চাঞ্চল্যকর তথ্য

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কী সমস্যা হয়? যা বলছেন চিকিৎসক

চার মাসের মধ্যে স্বর্ণের দামে রেকর্ড, পিছিয়ে নেই রুপাও

বিএনপিকে শুভেচ্ছা জানালেন সারজিস

১০

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ‘মধুর’ সমস্যা বাংলাদেশ দলে

১১

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা

১২

বিএনপিকে ধ্বংস করতে বারবার চেষ্টা হয়েছে: মির্জা ফখরুল 

১৩

টিকটকে এবার যেসব সুবিধা যোগ হলো

১৪

মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

১৫

হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব জিয়াউল গ্রেপ্তার 

১৬

শুটিং শেষ করে শাহিদ কাপুরের আবেগঘন স্ট্যাটাস

১৭

৬০০ বিঘার এই বিলে মুগ্ধতা ছড়াচ্ছে সাদা শাপলা 

১৮

ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ে আফগানিস্তান, নিহত বেড়ে ৫০০

১৯

নুরের নিরাপত্তা বিবেচনায় বিদেশে চিকিৎসার দাবি জানালেন রাশেদ 

২০
X