ঢাকার সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘরে হামলা চালিয়ে এক গৃহবধূ ও তার স্বামীকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে দৈনিক কালবেলায় একাধিক সংবাদ প্রকাশিত হয়।
গ্রেপ্তার ওই ইউপি সদস্যের নাম মো. হাসান আলী (৩৭)। তিনি সাভারের ভাকুর্তা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের চাইরা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভুক্তভোগী গৃহবধূ লাইলী আক্তারের (২৮) স্বামী মো. বিল্লাল হোসেন বাদী হয়ে হাসান আলীকে প্রধান আসামি করে আরও ৮ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামীর সাথে দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেপ্তার স্থানীয় ইউপি সদস্য হাসান আলীর নেতৃত্বে মামলার বাকি আসামিরা বাদী মো. বিল্লাল হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়।
এ সময় ঘরে থাকা লাইলী আক্তারকে (২৮) উপর্যুপরি মারধর করতে থাকে এবং তার পরনের জামা কাপড় টেনেহিঁচড়ে শ্লীলতাহানি করে।
একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে তার মাথায় আঘাত করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার স্বামী বিল্লাল হোসেনকেও মারধর করা হয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে পুলিশের উপপরিদর্শক মওদুদ কামাল কালবেলাকে বলেন, গ্রেপ্তার হাসান আলী মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। ভুক্তভোগী গৃহবধূর স্বামীর দায়ের করা মামলায় আজ বিকেলে তাকে আমরা গ্রেপ্তার করেছি। বর্তমানে সে থানাহাজতে রয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন