দিনাজপুরে গত কদিন থেকে তাপমাত্রা বাড়ায় শীতের প্রকোপ কমতে শুরু করেছে। বেড়েছে সূর্যের তীব্রতা। রোদের দেখা পাওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে দিনাজপুরের সাধারণ মানুষের মধ্যে। সকাল থেকেই লোকজনকে কর্মব্যস্ত হতে দেখা যায়। রাস্তাঘাটে মানুষের সরব উপস্থিতি চোখে পড়ছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৮৪% এবং বাতাসের গতি ২ নটস।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, এ সপ্তাহের শেষের দিকে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ীর কৃষক হামিদুল জানান, শীতের কারণে তাদের যে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা ছিল তা কাটিয়ে উঠেছে।
বিরল উপজেলার বিজোরার কৃষক নিখিল চন্দ্র জানান, আলু টমেটোতে যে রোগ ধরেছিল তা ভালো হতে শুরু করেছে। যেমন ফলন আশা করেছিলাম তা পেয়ে যাব। একই ধরনের ধানের বীজতলায় যে মরক এসেছিল তা কাটিয়ে উঠেছে।
দিনাজপুর জেলার উত্তর বালুবাড়ী নিবাসী জাহানারা বেগম বলেন, পুরো জেলায় যে ১৮ দিন প্রবল শৈত্যপ্রবাহ ছিল তা কাটিয়ে এখন স্বাভাবিকতায় ফিরে এসেছে। শীতের প্রকোপ কমে গেছে। প্রতিদিনই সকালেই সূর্য উঠছে। মানুষ এখন স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। জনজীবনে স্বস্তি ফিরেছে।
মন্তব্য করুন