বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের উলুবনিয়া সীমান্ত থেকে এক রোহিঙ্গা পরিবারকে আটক করেছে বিজিবি। এর আগে ওই সীমান্তঘেঁষা মিয়ানমার থেকে ভারী অস্ত্রের ভয়াবহ মাত্রায় গুলি ও বোমার শব্দ ভেসে আসতে থাকে। এ পরিস্থিতিতে গোলাগুলির মধ্যে রোহিঙ্গা পরিবারটি বাংলাদেশে প্রবেশ করে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে মিয়ানমার থেকে উলুবনিয়া সীমান্ত পার হয়ে একটি রোহিঙ্গা পরিবার বাংলাদেশে ঢুকে পড়লে দায়িত্বরত বিজিবির সদস্যরা তাদের আটক করেন। স্বামী-স্ত্রী ছাড়াও তাদের সঙ্গে তিন শিশু রয়েছে।
হোয়াইক্যং উলুবনিয়া এলাকার জালাল আহমেদ বলেন, সকাল সাড়ে ১০টার সময় থেকে মিয়ানমারের ওপারে ব্যাপক গোলাগুলি এবং বোমার শব্দ আমরা শুনতে পাচ্ছি। ভয়ে সীমান্ত থেকে লোকজন সরে যাচ্ছে। অনেকে ঘর থেকে বের হচ্ছে না।
ঘুমধুম এলাকার আশরাফুল ইসলাম বলেন, গতকাল ব্যাপক গোলাগুলিতে তিনটি গ্রামের লোকজন এলাকাছাড়া হয়েছে। সকাল থেকে আবারও গোলাগুলি চলছে।
টেকনাফ-২ বিজির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সীমান্তে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।
মন্তব্য করুন