মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের ঈদ পুনর্মিলনী ও ২২ জুলাই ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুলাই) বিকেল ৫টায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক খোকন তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপি নেতা মর্তুজা আলম ঢালী, বিএনপি নেতা রফিক মাতুব্বর, মিজান শিকদার, নুরজামান খান জামাল, ইরাদ মুন্সী, আরিফ সরদার, জাকির হাওলাদার, ফরহাদ খান, মো. কামরুজ্জামান ফরহাদ খান, শহিদুল ইসলাম, এনায়েত উল্লাহ ও আল আমিন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার।
মন্তব্য করুন