জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িত আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের গরুহাটা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা ও বকশীগঞ্জ থানা পুলিশের যৌথ দল।
গ্রেপ্তার শামীম গাজী সাধুরপাড়া ইউনিয়নের আর্চ্চাকান্দি গ্রামের কবির আলীর ছেলে।
গোয়েন্দা পুলিশের ওসি আরমান আলী জানান, আসামি শামীম গাজীকে আগামীকাল সোমবার আদালতে পাঠানো হবে।
গত ১৪ জুন সন্ত্রাসী হামলায় নিহত হন সাংবাদিক নাদিম। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।
মন্তব্য করুন